Kedar Jadhav: অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটার কেদার যাদবের, গলায় ধোনির সুর – How TO Make Money

Kedar Jadhav: অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটার কেদার যাদবের, গলায় ধোনির সুর

Kedar Jadhav: সোমবার দুপুরের পর নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে একটি ভিডিও দিয়ে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় একসময়ের তারকা ক্রিকেটার কেদার যাদব । এদিন নিজের কেরিয়ারের কিছু ছবি মিশ্রিত বিডিও প্রকাশ করে জানান তিনি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবং তার পুরো কেরিয়ারে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন।

আর অবসর ঘোষণার সময় কেদারের গলায় ধোনির সুর। তিনি ধোনির ছন্দেই ভক্তদের উদ্দেশ্য করে লেখেন “আমার পুরো কেরিয়ারে এত সমর্থনের জন্য সকলকে অনেক ধন্যবাদ। ১৫০০ ঘণ্টা থেকে আমাকে সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর মনে করুন।” ঠিক ২০১৯ সালে ধোনির অবসর ঘোষণার ছন্দ। কেদার যাদবের কথায় ৩ রা জুন, দুপুর তিনটার সময় তিনি সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

পুরো কেরিয়ারে রাজ্যস্তরে খেলার পর তিনি আইপিএলে প্রথমে দিল্লি ক্যাপিটালস পরে ব্যাঙ্গালোর, চেন্নাই এবং হায়দরাবাদের হয়ে খেলেন। দেশের জার্সিতেও তাকে ২০১৪-১৭ সালের মধ্যে ভালো ফর্মে দেখা যায়। তাঁর বিধ্বংসী ইনিংস গুলো এখনও ক্রিকেট প্রেমী মানুষের মনে দাগ কেটে রেখেছে। শেষে ভারতীয় প্রিমিয়ার লীগে চেন্নাইয়ের হয়ে খেলার পর ২০২২ ও ২০২৩ সালের অক্সানে অবিক্রিত থেকে যান। এবং এর পর সম্প্রতি ২০২৪ সংস্করণে তাই নিজের নাম নথিভুক্ত করাননি। এদিকে দেশের জার্সিতে তিনি শেষ মাঠে নেমেছেন ২০১৭ সালে। এই মাঝের সময়ে এক অনবদ্য কেদার যাদবকে দেখেছে ক্রিকেট বিশ্ব।

আর আজ সেই চমৎকার ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন কেদার। অবলম্বন করলেন ধোনির পন্থা। নিজের ক্যারিয়ারের বিশেষ ম্যাচগুলির ছবি মিশ্রিত ভিডিও সঙ্গে কিশোর কুমারের একটি খ্যাতনামা গান আর ভক্তদের উদ্দ্যেশে দুই লাইন “পুরো সময় ধরে আমাকে সমর্থনের জন্য ধন্যবাদ, ১৫০০ ঘণ্টা থেকে আমাকে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত হিসেবে ধরে নিন।”

Scroll to Top