Personal Loan: কোন আর্থিক প্রয়োজনের ক্ষেত্রে, সাধারণ মানুষ ব্যক্তিগত ঋণের উপর নির্ভর করে। ব্যক্তিগত ঋণের সুদের হার বর্তমানে ৮.৫৫ শতাংশ থেকে আনুমানিক ৩৬ শতাংশ পর্যন্ত হতে পারে। এই ক্ষেত্রে, সুদের হার ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর, আয় এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে। তবে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার সবসময় বেশি থাকে।
পার্সোনাল লোন পরিশোধের পদ্ধতি :
এখানে ঋণগ্রহীতা পুরো মেয়াদ জুড়ে নিয়মিত তার ঋণ পরিশোধ করতে পারেন। এই ব্যক্তিগত ঋণগুলি প্রিক্লোজ করার সুবিধা রয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, লোন মেটালেই ব্যক্তিগত ঋণ বন্ধ হয়ে যাবে না।
আর ঋণ পরিশোধের পর ঋণ বন্ধ করার জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে, জেনে রাখুন-
- ১) সব ঋণ ইএমআই ক্লোজ করার পর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বকেয়া পরিশোধ করা হয়েছে কিনা সেটা ভালোভাবে দেখতে হবে। আবার কোনো কারণে দেরিতে যদি ইএমআই দেওয়া হয়। সেক্ষেত্রে অন্য কোন বকেয়া রয়েছে কিনা সেরকম কিছু দেখতে হবে।
- ২) সবকিছু ঠিকঠাক থাকলে লোন অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। এমনিতেই সব ঠিক থাকলে ঋণগ্রহিতাকে মেল দিয়ে ক্লোজার সার্টিফিকেট পাঠানো হয়।
- ৩) ব্যাংকে যাওয়ার সময় নিজের প্রমাণপত্র, লোন অ্যাকাউন্ট নম্বর এবং টাকা দিতে হলে সামনে চেক রাখতে হবে। লোন অ্যাকাউন্ট বন্ধ করার আগে ব্যাংকে নথি গুলো যাচাই করে দেখতে পারে।
- ৪) লোন একাউন্ট বন্ধ করার পর ব্যাংক থেকে নন অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এটি হল ঋণ বন্ধ করার প্রমাণপত্র। যে ঋণগ্রহীতার সম্পূর্ণ লোন পরিশোধ করেছেন তার কোন বকেয়া নেই। এটি অবশ্যই দেখে নিতে হবে।