জীবন বীমার ক্ষেত্রে লাইফ ইন্সুরেন্স করপোরেশনের মূল্য সাধারণ মানুষের জীবনে অনেক খানি। (Jeevan Umang Key)সন্তানের উচ্চ শিক্ষা হোক বা চিকিৎসা বা নিজের মৃত্যুর পরবর্তি পরিবারের সুরক্ষার মোড়া ভবিষ্যত LIC মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে আষ্টেপিষ্টে। সাধারণ মানুষদের জীবন উন্নত থেকে আরও উন্নত করে তুলতে একের পর এক সুরক্ষা পলিসি আনছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া।
এবার সমাজের সব শ্রেণীর মানুষের জন্য সামনে আনা হলো নতুন যোজনা জীবন উমাঙ কি। এই পলিসির মাধ্যমে কোনো গ্রাহক ১৫, ২০, ২৫ বা ৩০ বছরের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারবেন। যদি কোনো ব্যক্তি ১৫ বছরের জন্য ছয় লাখ টাকার বীমা সহ জীবন উমাং প্ল্যানটি নেন তবে তার মাসিক প্রিমিয়াম জমা দিতে হয় ১৬৩৮ টাকা। যা প্রতিদিনের হিসেবে প্রায় ৫৫ টাকার কাছাকাছি।
এই যোজনার বিশেষত্ব হলো এই পলিসিতে গ্রাহক ১৫ বছর যদি টাকা জমান তবে তাঁর প্রিমিয়াম শেষ হওয়ার পর থেকে ম্যাচুরিটি পর্যন্ত মাসিক ৪০০০ টাকা বা বাৎসরিক ৪৮,০০০ টাকার রিটার্ন পাবেন। (Jeevan Umang Key)অর্থাৎ প্রতিদিনের মাত্র ৫৫ টাকার বিনিয়োগে ১৫ বছর পর থেকে মাচুরিটি পর্যন্ত পাওয়া যাবে বছরে ৪৮,০০০ টাকা। এরপর ম্যাচুরিটির সময় বিনিয়োগকৃত অর্থ সহ মোটা অংকের সুদ। এছাড়াও ওই ব্যক্তি মাচুরিটিতে পাবেন ২৮ লক্ষ টাকা সহ বোনাস।

যদি পলিসি চলা কালীন হোল্ডারের মৃত্যু হয় তবে সেক্ষেত্রে তাঁর পরিবার পাবে ১০৫ শতাংশ ক্যাপিটাল রিটার্ন সঙ্গে সর্বাধিক সুদ। এবং এতে মিলবে প্রায় ১০০ বছর পর্যন্ত কভারেজ। সমাজের নিম্নস্তর থেকে শুরু করে উচ্চতর স্তর পর্যন্ত সমস্ত অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন মানুষের কথা মাথায় রেখেই এই যোজনার ঘোষণা করেছেন LIC।