Mahendra Singh Dhoni: সদ্য আইপিএল শেষ হয়েছে। এবং প্লে অফের দরজা থেকে ছিটকে যায় ঋতুরাজ গাইকোডের সিএসকে। হৃদয় ভাঙ্গে সমর্থকদের। ২০২৩ এর ভারতীয় প্রিমিয়ার লিগের শেষে জয়ী ক্যাপ্টেন হিসেবে সাক্ষাৎকার দেওয়ার সময় ধোনি জানান তাঁর বয়স হচ্ছে তার জন্য ৮-৯ মাস পর পর ক্রিকেটে ফেরা কঠিন। তবে এবার সে তার ফ্যানেদের ধন্যবাদ জানাতে খেলবেন। আর কথা মতোই ধোনিকে খেলতে দেখা যায় ২০২৪ এর প্রিমিয়ার লিগেও। তবে টুর্নামেন্ট শুরুর আগেই অধিনায়কত্ব দিয়ে দেন তরুণ ক্রিকেটার রুতুরাজের হাতে। থেকে যান বটবৃক্ষ হয়ে।
প্লে অফে জায়গা করে নিতে পারেনি সিএসকে শুরু হয় ধোনির অবসর চর্চা। তবে সেসবের স্বভাবতই কোনো উত্তর দেননি ক্যাপটেন কুল। তিনি সবসময় সমাজ মাধ্যম থেকে দূরে থাকতে পছন্দ করেন। তাই এবারেও সেসবে কান দেননি। হৃদয় ভাঙনের পর এদিন ফের খোশ মেজাজে দেখা গেলো ধোনিকে। স্ত্রী ও কন্যাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন বিদেশের মাটিতে।সোমবার সমাজ মাধ্যমে ভ্রমণ ছবি ভক্তদের মাঝে ভাগ করে নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী সিংহ ধোনি। সঙ্গে মেয়ে জিভা সিংহ ধোনির ছবিও ভাগ করে নিয়েছেন। সুন্দর পরিবারিক সময় কাটাচ্ছেন সকলের প্রিয় মাহি।
এই ধোনিকে এক পলক দেখতে উদগ্রীব থাকে তার ভক্তরা। আশঙ্কাও হচ্ছে তাদের প্রিয় ধোনিকে আর মাঠে নামতে দেখা যায় কিনা। তবে ধোনি তো সব কিছুই সম্ভব করে দিতে পারে এই আশাতেই বুক বাঁধছে সকলে। এতদিন পর ধোনির দেখা পেয়ে সাক্ষী সিংহ ধোনির পোস্টে ভালোবাসা উপচে পড়ছে সকলের।