Major announcement of higher secondary, re-examination will be given only in failed cases: ছাত্র জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বেছে নেওয়া বিভাগ অনুযায়ী নিতে হয় তিনটি আলাদা বিষয় সঙ্গে সব বিভাগের ছাত্র ছাত্রীদের বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকে বাংলা এবং ইংরেজি। এছাড়াও অপশনাল হিসেবে নেওয়া যায় একটি চতুর্থ বিষয়। যেটি মূল নাম্বারের সঙ্গে যোগ করা হয়না। বলা ভালো বাংলা, ইংরেজি সহ বাকি চারটি বিষয়ের মধ্যে সর্বচ্চো নম্বরপ্রাপ্ত তিনটি বিষয় মূল নাম্বারের সহিত যোগ করা হয়।
এতদিন যদি কোনো ছাত্র বা ছাত্রী তার নির্বাচিত বিভাগের মধ্যে থেকে যেকোনো একটিতে অসফল হতো তবে তার অপশনাল নেওয়া বিষয়টিতে পাশ করলে সেই নাম্বার ধরে তাকে পাশ হিসেবে ধরা হতো। বা যদি কারো চতুর্থ বা অপশনাল বিষয় না থাকত তবে তাকে অসফল হিসেবে ধরা হতো এবং তাকে পুনরায় পরের বছরে সব বিষয়ে পরিক্ষায় বসতে হতো। শুধু মাত্র অসফল হওয়া একটি বা দুটি বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করার কোনো সুযোগ থাকত না। এবার সেই বিষয়েই বড়ো ঘোষণা করলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ।
শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানান এবার শিক্ষার্থী চাইলে শুধুমাত্র অসফল হওয়া বিষয়ে পরীক্ষা দিতে পারবে। তার কাছে সব বিষয়ে পরীক্ষা দেয়ার সুযোগও থাকবে কিন্তু এবার একটি বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগও থাকবে। আবার অপশনাল বিষয় ধরে পাশ করে জন্য ছাত্র বা ছাত্রী এই সুবিধা না নিতেও পারে। এর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্রম ফিল আপ করে মার্কশিট বিদ্যালয়ে জমা দিতে হবে। ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য এবারের নির্ধারিত সময় হলো ৩১ শে জুলাই।
সাধারণত উচ্চশিক্ষার ক্ষেত্রে বিষয় একটি বড় বিষয় হয়ে ওঠে। অনেক সময় উচ্চ মাধ্যমিকে খারাপ ফল করার ফলে নিজেদের পছন্দ মতো বিষয়ে পড়াশুনো করতে পারেনা বা ডাক্তারি বা ইনজিয়ারিং বা অন্য কোনো পছন্দের বিভাগে উচ্চশিক্ষায় বাধা হয়। ছাত্র ছাত্রীদের সেই সমস্যার কথা ভেবেই এই ব্যবস্থা করা হয়েছে বলেই জানিয়েছেন চিরঞ্জীব বাবু।