SBI Rules Change: পরিবর্তন আসছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়, ৩১ মার্চ পর্যন্ত পাবেন এই পরিষেবাগুলো

শুরু হয়ে গেছে বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাস। দেশীয় অর্থনীতির দিক থেকে এই মার্চ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মার্চ মাসের ৩১ তারিখেই একটি অর্থবর্ষ শেষ হয়। তাই বিভিন্ন চলতি স্কিম এর নিয়ম বদল থেকে শুরু করে অর্থনৈতিক দিকের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় পরিবর্তিত হয় মার্চ মাসের ৩১ তারিখে। চলতি বছর ৩১ মার্চ থেকে পরিবর্তিত হতে চলেছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বেশ কিছু নিয়মকানুন, শেষ হচ্ছে কয়েকটি পরিষেবার সময়সীমা। জেনে নিন ভারতীয় স্টেট ব্যাংক চলতি অর্থ বছরের শেষে ঠিক কি কি নিয়ম পরিবর্তন করতে চলেছে।

৩১ শে মার্চ পর্যন্ত পাবেন এই পরিষেবাগুলো:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ চারটি পরিবর্তনের কারণ হল প্রাথমিকভাবে বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের ধরন। এই পরিবর্তনের মধ্যে রাষ্ট্রীয় ব্যাংক বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টগুলিতে বৃদ্ধি করে সুদের হার। তবে, এই অফারগুলির সমাপ্তির তারিখ হবে ৩১ মার্চ। তারা যারা এখনো এই প্রস্তাবিত বিনিয়োগ সুবিধা উঠাতে পারেননি, তাদের জন্য এই সুবিধা উপলব্ধ হবে না ৩১ মার্চের পর।

SBI অমৃত কলস পলিসি:

বহু মানুষ আছেন যারা অর্ধ বিনিয়োগ করার জন্য ফিক্সড ডিপোজিট স্কিমকে বেছে নিতে চান। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অমৃত কলস পলিসি হল এমন একটি ফিক্সড ডিপোজিট স্কিম। এই স্কিমে স্টেট ব্যাংক তার গ্রাহকদের ৭.১০% হারে সুদের অর্থ প্রদান করে, এবং এই বিপুল পরিমাণ সুদ প্রদান করা হয় ৪০০ দিনের ফিক্সড ডিপোজিট এর সময়সীমা থেকেই। এই একই সময়সীমায় প্রবীণ নাগরিকরা এই স্কিম থেকে ৭.৬০% হারে সুদের সুবিধা উপভোগ করতে পারেন। স্টেট ব্যাংক এই স্কিমে অর্থ বিনিয়োগকারী গ্রাহকদের প্রতি মাসে, তিন মাস অন্তর বা ৬ মাস অন্তর সুদ গ্রহণ করার অপশন দিয়ে থাকে। স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে এই স্কিমে অর্থ বিনিয়োগ করার শেষ তারিখ হল ৩১ মার্চ ২০২৪। 

স্টেট ব্যাঙ্ক উই কেয়ার ডিপোজিট:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ হারে ১০ বছরের জন্য যে ফিক্সড ডিপোজিট উই ফেয়ার চালু করেছিল তাতে বিনিয়োগ করার শেষ দিন হল ৩১ মার্চ। এই দিনের পর প্রকল্পটি বন্ধ হয়ে যাবে বলেই জানা যাচ্ছে।

ফিক্সড ডিপোজিটে সুদের হার:

বহু মানুষ নিজের কষ্ট করে উপার্জন করা টাকা নির্দিষ্ট সময়সীমার জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে মেয়াদপূর্তিতে মোটা সুদের হারে অর্থ লাভ করতে চান। বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৭-১০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে গ্রাহকদের মোট সুদ দিচ্ছে ৩.৫০-৭ শতাংশ। এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা আবার ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ এর সুবিধা পান। তবে আশা করা যাচ্ছে ৩১ মার্চ ২০২৪ থেকে এই সুদের হারে কিছুটা পরিবর্তন ঘটতে পারে।

গৃহ ঋণ প্রকল্প:

ভারতের সর্ববৃহৎ এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি তার গ্রাহকদের গৃহঋণ এর সুবিধা প্রদান করে থাকে। বর্তমানে গৃহ ঋণের ক্ষেত্রে স্টেট ব্যাংক ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বেশি ছাড় এর সুবিধা দিচ্ছে। তবে স্টেট ব্যাংক এর তরফ থেকে অল্প সুদে গৃহ ঋণ নেওয়ার এই ছাড়ের সুবিধা শেষ হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে ৩১ মার্চ ২০২৪। তাই স্বল্প সুদের হারে গৃহ ঋণের সুবিধা পেতে চাইলে গ্রাহকদের ৩১ মার্চের মধ্যেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় যোগাযোগ করতে হবে।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a comment