সন্তানের জন্মের পর থেকে করুন 5000 টাকার বিনিয়োগ, আর করতে হবেনা বাচ্চার ভবিষ্যতের চিন্তা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দিনদিন সব কিছুর দাম বেড়ে চলেছে, একের পর এক মূল্যবৃদ্ধির তোপে জীর্ণ হয়ে আসছে মানুষের জীবন। স্বল্প রোজগারে জীবন চালানো দিনের পর দিন কঠিন হয়ে পড়ছে। তবে ভারতের মতো বড়ো দেশের সকলেই সমান অর্থ সম্পন্ন নয়। দিন দিন নিচের তলার মানুষের জীবন ধারণ কঠিন হয়ে আসছে।

এরই মধ্যে সন্তানের জন্ম হওয়া মাত্রই অভিভাবকদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বাচ্চার ভবিষ্যত চিন্তা। তার স্কুলের শিক্ষা, উচ্চ বিদ্যালয়, কলেজ , পাঠশালা, বিবাহ একের পর এক চিন্তার সূত্র দাঁড়িয়ে থাকে। তাই যদি সন্তান জন্মগ্রহণের পর থেকেই বিনিয়োগ না করা হয় তবে দেখা যায় প্রয়োজনের সময় অর্থ জোগাড় করতে হিমশিম খেতে হয় অভিভাবক দের। তাই বাচ্চা জন্মানোর পর থেকেই বিনিয়োগের পথে হাঁটতে বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন »   দশ বছরের রিটার্ন পাবেন ২৩ লক্ষ টাকা, বিনিয়োগ করুন ১০০০০ টাকা

লম্বা সময়ের বিনিয়োগের মাধ্যম হিসেবে এখন মানুষের পছন্দের তালিকার শীর্ষে উঠে আসছে মিউচুয়াল ফান্ডের নাম। মিউচুয়াল ফান্ড বিনিয়োগের উপর দেয় মোটা রিটার্ন না অন্য কোনো উপায়ে পাওয়া সহজ নয়। যদি কোনো ব্যক্তি তার সন্তান জন্মানোর পর থেকে মাসিক ৫০০০ টাকা করে মিউচ্যুয়াল ফান্ডের SIP তে জমা করতে থাকেন। তবে বাচ্চার ১৮ বছর বয়সে জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ১০ লক্ষ আশি হাজার টাকা।

সন্তানের জন্মের পর থেকে করুন 5000 টাকার বিনিয়োগ, আর করতে হবেনা বাচ্চার ভবিষ্যতের চিন্তা
সন্তানের জন্মের পর থেকে করুন 5000 টাকার বিনিয়োগ, আর করতে হবেনা বাচ্চার ভবিষ্যতের চিন্তা

এবার যদি ওই টাকার উপর ১২ শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি সুদ করা হয় তবে ১৮ বছর পর সুদ হিসেবে মোটামুটি পাওয়া যায় ২৭ লক্ষ টাকারও বেশি। অর্থাৎ জমা অর্থের প্রায় ১৭০ %। এর ফলে মোট রিটার্নের পরিমাণ হয় ৩৮ লক্ষ টাকার বেশি। যা বাচ্চার উচ্চ শিক্ষার বিষয়ে বড়ো সহায়তা হয়ে ওঠে।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news