Mr. Beast vs T-Series: টি সিরিজকে পিছনে ফেলে বিশ্বের সব থেকে বেশি সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেল হলেন মিস্টার বিস্ট

ইউটিউবের জগতে বিশ্বে এতদিন সবথেকে(Mister Beast) বেশি সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেল ছিল ভারতের বিনোদন জগতের নাম করা একটি গানের কোম্পানি(T-Series) টি সিরিজ। কিছু বছর আগেও এক বিদেশি ইউটিউবার পিউডিপাই টি সিরিজের সাথে টক্কর দিতে গেলেও সফল হতে পারেননি।(Mister Beast vs T-Series) কেটে গেছে মাঝে ছটা বছর। অবশেষে আজ আমেরিকান ইউটিউবার মিস্টার বিস্ট টি সিরিজকে পিছনে ফেলে সেরার খ্যাতি অর্জন করেছেন।

আজ এই খবর মিস্টার বিস্ট নিজে তাঁর ফেসবুক ও এক্স ওয়ালে পোস্ট করেছেন। তিনি একজন আমেরিকান ইউটিউবার যিনি নিজের ভক্তদের বিভিন্ন চ্যালেঞ্জ দিয়ে থাকেন। এবং সেই চ্যালেঞ্জে জিতলে তাদের জন্য হাজার হাজার ডলার পুরস্কার রাখেন। কখনও কখনও নামি গাড়ি , বাড়ি বা অন্য দামী উপহারও রাখেন। আর সেই জন্যই খুব কম সময়ের মধ্যে বিনোদনের জগতে সারা ফেলেছেন বিস্ট ওরফে জিমি ডোনাল্ডসন।

তাঁর এই বিশাল আয়ের উৎস নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকলেও তার উত্তর হলো ইউটিউব। তিনি ইউটিউব থেকে যে অর্থ উপার্জন করেন তাই নিজের যোগ্য ভক্তদের হাতে পুরস্কার স্বরূপ তুলে দেন জিমি।আট থেকে আশি সমস্ত বয়সের মানুষদের জন্য থাকে তার চ্যালেঞ্জ। আর সেখানে পাশ করলেই তাঁর জীবনে অভাবের দিন শেষ করে দেন মিস্টার বিস্ট। আর আজ তাঁর ফ্যানেরাই তাঁকে যোগ্য আসনে তুলে দিয়েছেন।