মোদী সরকারের নতুন চমক, ১০০০ টাকা বিনিয়োগ করে চক্রবৃদ্ধি সুদে টাকা ফেরত

সব লিঙ্গের মানুষের মধ্যে যায় অর্থনৈতিক সমতা আসে সেজন্যই ভারতীয় কেন্দ্র সরকারের তরফে একের পর এক যোজনার ঘোষণা করা হচ্ছে। ভারতে পুরুষদের কর্মসংস্থান মহিলাদের তুলনায় অনেকখানিই বেশি যার ফলে অর্থনৈতিক দিক থেকে মহিলারা অনেকখানিই কম স্বাবলম্বী হতে পেরেছে। বিশেষত পিছিয়ে আছেন নিম্ন শ্রেণীর গরীব মহিলারা। আর এবার সেই সব মহিলাদের জন্যই বড়ো ঘোষণা কেন্দ্রের। ঘোষণা হলো মহিলা সম্মান সার্টিফিকেট ২০২৩ যোজনা।

মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তোলার জন্য তৈরি হওয়া এই যোজনার শুধু মাত্র মহিলা বা মেয়েরাই আবেদন করতে পারবেন। কোনো মহিলা নিজে বা অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের জন্য তার অভিভাবক একাউন্ট খুলতে পারবেন। এই যোজনাতে মহিলাদের নূন্যতম ১০০০/- টাকা জমানো থেকে শুরু করে ২০০০০০/- টাকা পর্যন্ত জমানোর সুযোগ থাকবে। দুই বছরের জন্য এই টাকা জমাতে পারবেন আবেদনকারীরা। তবে প্রাপ্ত সুদের হারে থাকছে বড়ো চমক।

সাধারণত ব্যাংক গুলিতে সর্বসাধারণের জন্য ৭.৪% হারে জমাকৃত অর্থের উপর সরল সুদ দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মহিলা সম্মান সার্টিফিকেট ২০২৩ যোজনার অধীনে আবেদনকারী মহিলাদেরও দেওয়া হবে ৭.৪% হারে সুদ কিন্তু এক্ষেত্রে পার্থক্য শুধু সুদের ধরনের অর্থাৎ যোজনভুক্ত মহিলাদের দেওয়া হবে প্রতি তিন মাস অন্তর চক্রবৃদ্ধি হারে সুদ। যেটা সাধারণের চেয়ে দুই গুণেরও সামান্য বেশি হবে।

মোদী সরকারের নতুন চমক, ১০০০ টাকা বিনিয়োগ করে চক্রবৃদ্ধি সুদে টাকা ফেরত
মোদী সরকারের নতুন চমক, ১০০০ টাকা বিনিয়োগ করে চক্রবৃদ্ধি সুদে টাকা ফেরত

দুই বছর মেয়াদের এই যোজনার অধীনে জরুরি কালীন ভিত্তি কথা আবেদনকারীর মৃত্যু বা মারণ রোগ হলে তবেই সময়ের আগে টাকা তোলা সম্ভব সেক্ষেত্রে ২% সুদের হার কমিয়ে দেওয়া হবে এবং টাকা জমানোর এক বছর পর জমাকৃত অর্থের ৪০% অর্থ তোলা যাবে। সেক্ষেত্রেও ২% কমিয়ে আনা হবে সুদের হার।