চলতি জুন মাসের ১৪ তারিখ নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে ফিরছেন মোদী, কৃষকদের জন্য করবেন বড়ো ঘোষণা

ভারত কৃষি প্রধান দেশ। কৃষিই হলো ভারতের অর্থনীতির ভীত। তাই বারবার কৃষকদের উন্নতির কথায় তৎপর ভারত সরকার। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য করতে চলেছেন বড়ো ঘোষণা। সামনে আনতে চলেছেন “কৃষি সখী”। তৃতীয় বার ভারতীয় প্রধান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তারপরই বিদেশ সফরে যেতে হয়েছে তাকে। দেশে ফিরেই তাই ফিরবেন নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে।

ভোটের ফল প্রকাশের পর আবার আগামী ১৮ ই জুন তিনি প্রথম বার বারাণসী কেন্দ্রে ফিরবেন মোদী। আর ওই সম্মেলনের সময়েই প্রধানমন্ত্রী কৃষাণ স্কিমে তাঁর ১৭ তম বিনিয়োগ করতে চলেছেন নরেন্দ্র মোদী। তিনি এবার একসাথে ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছেন কৃষক উন্নয়নের জন্য। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৯ কোটি ২৬ লক্ষ কৃষক লাভবান হয়েছেন।

কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের জন্য বিশেষ ট্রেনিং প্রাপ্ত সদস্য দল গঠন করে ভারত সরকার। তাদের নাম দেওয়া হয় কৃষি সখী অর্থাৎ কৃষকদের বন্ধু। আর এই সম্মেলনের সময় এক সাথে ৩০০০০ কৃষি সাথীদের দেওয়া হবে সাহায্যের সম্মানীয় সার্টিফিকেট। তারা গ্রামীণ পর্যায়ে নেমে কৃষকদের ভালো বীজ ও সার সম্পর্কে ধারণা দেন।

চলতি জুন মাসের ১৪ তারিখ নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে ফিরছেন মোদী, কৃষকদের জন্য করবেন বড়ো ঘোষণা
চলতি জুন মাসের ১৪ তারিখ নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে ফিরছেন মোদী, কৃষকদের জন্য করবেন বড়ো ঘোষণা

ইতিমধ্যেই প্রায় ১১ কোটি কৃষকদের মধ্যে ৩.৪ হাজার কোটি টাকার সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। ভারতীয় কৃষি যাতে আরও উন্নতি করতে পারে সেই দিকেই নজর নমো ৩.০ এর। বেনারসের সম্মেলনের সময় ভারতীয় কৃষকদের এই উপহার দেবেন বলে ঠিক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এছাড়াও বারাণসীর মানুষের সমস্যার কথাও শুনতে চাইছেন মোদী। বারাণসীর মানুষ তাঁকে যে বিশ্বাস করেছেন সেই বিশ্বাসের মর্যাদা দিতে এখনও অবধি বদ্ধ পরিকর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।