সোমবার শেয়ার বাজারে মোদি ঝড়, কি বলছে এক্সিট পোল? – How TO Make Money

সোমবার শেয়ার বাজারে মোদি ঝড়, কি বলছে এক্সিট পোল?

গত ১-লা জুন সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়া।(Stock Market on Monday) দেশে মোট সাতটি দফায় অনুষ্ঠিত হয়েছে ভোটের অনুষ্ঠান। এদিন সপ্তম দফায় ভোট গ্রহণ পর্ব শেষ হলে সাধারণ থেকে বিশেষ সকলের মনেই প্রধানমন্ত্রীর আসন কে বা কোন রাজনৈতিক দল দখল করবে এনিয়ে জোর আলোচনা চলছিল এই সময়েই সামনে আসে ২০২৪ এক্সিট পোলের বিভিন্ন ফলাফল।

দুটি আলাদা আলাদা সংস্থা থেকে প্রকাশিত এক্সিট পোল তথ্য থেকে জানা গেছে মোদির ভারতীয় জনতা পার্টি পরিচালিত এনডিএ পেতে পারে ৪০০-এরও বেশি আসন এবং অন্য একটি সংস্থা জানিয়েছে এনডিএ পেতে পারে ৩৬০ এরও বেশি আসন। তবে প্রাপ্ত আসন সংখ্যার পার্থক্য হলেও নরেন্দ্র মোদিই যে আবার ক্ষমতায় আসতে চলেছেন এ নিয়ে সন্দেহ প্রায় নেই বললেই চলে। নির্বাচনের ফলাফল নিশ্চিত ভাবে জানা যাবে আগামী ৪-ঠা জুন, মঙ্গলবারে। এর আগেই এক্সিট পোলের ভিত্তিতেই প্রভাব পড়বে শেয়ার বাজারে, এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞরা।

আর এবার এই প্রভাব পড়তে চলেছে সোমবার থেকেই। জানা যাচ্ছে ৫-৮% বাড়তে পারে সরকারি শেয়ারের দাম। এর মধ্যে রেল, শক্তি এবং বাণিজ্যের শেয়ার গুলিতে আসবে দামের বড়ো পরিবর্তন। এক কথায় বলা যায় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে আগামী ৩- রা জুন, ২০২৪। সপ্তাহান্তে ৩১ শে মে দিনের প্রথম ভাগে বাজার কিছুটা পরে এলেও ক্রমশ নিজ ছন্দে ফিরতে শুরু করে দ্বিতীয় অর্ধেই। আর এবার কেন্দ্রে বিজেপির জয়ের কথা এক্সিট পোলে উঠে আসতেই ঝড় উঠবে শেয়ারের বাজারে। তাই বিশেষজ্ঞদের মতে এই সোমবার থেকেই মোদি ঝড় উঠবে শেয়ার বাজারে। শেয়ার বাজার কিছুটা রোলার কোস্টার চড়ার মত আর এবারে কিছুটা উপরে উঠবে বলেই ধারণা। তাই ছোট থেকে বড় সমস্ত বিনিয়োগকারীদের নজর এখন সোমবারের শেয়ার বাজারে।

Scroll to Top