মিউনিসিপাল কর্পোরেশনে কর্মী নিয়োগ (Municipal Corporation Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগের পর কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি। নিচে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও আবেদন পদ্ধতি ইত্যাদি আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Siliguri Municipal Corporation |
পদের নাম | PTMO/RMO |
মোট শূন্যপদ | …….. |
আবেদন মাধ্যম | অফলাইনের মাধ্যমে |
আবেদনের শেষ তারিখ | 21/03/2024 |
নিয়োগকারী সংস্থা:
পশ্চিমবঙ্গে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগ করা হবে।(Municipal Corporation Recruitment)
পদের নাম:
মিউনিসিপাল কর্পোরেশনের এই নিয়োগে মোট দুই ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। যথা,
1. PTMO
2. RMO
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে MBBS সম্পন্ন করে থাকতে হবে।(Municipal Corporation Recruitment)
প্রার্থীর বয়সসীমা:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 67 বছর রাখা হয়েছে।
মাসিক বেতন:
PTMO পদের ক্ষেত্রে মাসিক বেতন 24,000/- টাকা এবং RMO পদের ক্ষেত্রে মাসিক বেতন 40,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি:
অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে আবেদন জানাতে পারবেন।
- 1. নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলুন।
- 2. এখানে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা ইত্যাদি তথ্য দেবেন।
- 3. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে যুক্ত করে দিন।
- 4. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri, Pin – 734001
আবেদনের সময়সীমা:
আগামী 21/03/2024 তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
প্রয়োজনীয় লিঙ্ক:
Official Notification | Click Here |
Official Website | Click Here |