চাকরির বাজারে মন্দা চলছে। (Narendrapur Halt Station Notice)মূলত কোভিড সময় থেকেই এই মন্দা আরোও বেড়ে গিয়েছিল। আর এই মন্দা মেটাতেই হিমশিম খাচ্ছে সরকার। তবে একের পর এক চাকরির সুযোগ আনছে সরকার। এবার মাধ্যমিক পাশেই রেলের মতো বড় সরকারি সংস্থায় কাজের সুযোগ। পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের রেলের টিকিট কালেক্টরের পদে চাকরির বিশাল সুযোগ।
নরেন্দ্রপুর হল্ট স্টেশন প্রকাশ করেছে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়সসীমা কত আর বেতন কত জানুন আজই। এই সুযোগ হাতছাড়া করবেন না।
নরেন্দ্রপুর হল্ট স্টেশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগের কথা বলা হয়েছে। তবে খালি পদের সংখ্যা সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু নির্দিষ্ট করে বলা হয়নি। সরকারি ভাবে হল্ট কন্ট্রাক্টরদের যেমন বেতন দেওয়া হয় ওই একই পে স্কেলে বেতন দেওয়া হবে চাকরিপ্রাপ্ত প্রার্থীকে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। শুধু মাত্র কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ আর তার সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে ইংরেজিতে কথা বলা বা বোঝার দক্ষতা থাকতে হবে। পাঁচ বছরের চুক্তিতে করা হবে নিয়োগ।
পুরো আবেদন প্রক্রিয়াটি হবে অফলাইনে মাধ্যমে। এর জন্য ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উপযুক্ত ফ্রমটি A4 পেজে প্রিন্ট আউট করে সেটি পূরন করে উপযুক্ত নথির জেরক্স সহ পাঠিয়ে দিতে হবে Sr. Divisional commercial manager’s office, Eastern Railway,Sealdah,DRM Building,Room No44, Kolkata – 700014 এই ঠিকানায়। আগামী ৯/৭/২৪ পর্যন্ত প্রার্থীরা আবেদন পত্র পাঠাতে পারবেন। এরপর মাধ্যমিকের নাম্বার এবং অন্যন্য নথি খুঁটিয়ে দেখে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।