Mudra Loan:হটাৎ টাকার প্রয়োজন? কেন্দ্রের এই প্রকল্পে পাওয়া যাচ্ছে ইনস্ট্যান্ট লোন, বাড়িতে বসেই আবেদন করা যাবে – How TO Make Money

Mudra Loan:হটাৎ টাকার প্রয়োজন? কেন্দ্রের এই প্রকল্পে পাওয়া যাচ্ছে ইনস্ট্যান্ট লোন, বাড়িতে বসেই আবেদন করা যাবে

অর্থ বিনা কিছু নাই, অর্থ ছাড়া কোথায় যাই! অর্থের প্রয়োজন সকলের। আর এই অর্থ টাকা সব সময় যে মানুষের কাছে সঞ্চিত থাকে এমন কিন্তু নয়। এমন অবস্থায় হটাৎ করে টাকার প্রয়োজন হলে কি করবেন? কোথায় যাবেন? কিংবা ধরুন আপনি একটা ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন কিন্তু টাকা নেই। এমন অবস্থায় দেশের মানুষের হাতে টাকা পৌঁছে দিতে মোদী সরকার চালু করলো নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মাত্র ৫ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন লোন। এক দুই টাকা নয় পাওয়া যাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন।

আজ কথা বলছি প্রধানমন্ত্রী মুদ্রা লোন সম্পর্কে। এখন হটাৎ করে টাকার প্রয়োজন হলে কারো কাছে হাত পাতার দরকার নেই। কেন্দ্রীয় সরকারের মুদ্রা লোনের মাধ্যমে পাওয়া যাবে টাকা। সম্প্রতি এই প্রকল্প নিয়ে ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রায় ৪০ কোটি মানুষ পাবেন এই প্রকল্পের সুবিধা। তাই আপনি যদি ব্যবসা শুরু করার কথা ভাবেন তাহলে মুদ্রা লোন সম্পর্কে খুঁটি নাটি জেনে রাখুন।

মুদ্রা লোন কি? (Instent Loan on Aadhaar Card)

মুদ্রা লোন বা মুদ্রা যোজনার পুরো অর্থ Micro Unit Development and Refinancing Yojana। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের বেকার যুবকদের ব্যবসা শুরু করার জন্য এই লোন দেওয়া হয়। এর উদ্দেশ্যে দেশের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা। এখানে খুb কম সুদের হারে লোন পাওয়া যায়। আপনিও মুদ্রা লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।

মুদ্রা লোনের সুবিধা:

প্রধানমন্ত্রী মুদ্রা লোন প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ নেওয়া যাবে। এখানে শিশু ঋণের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার, কিশোর ঋণের মাধ্যমে ৫০ হাজার থেকে ৫ লক্ষ এবং তরুণ ঋণের মাধ্যমে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

SBI E-Mudra Loan:

যে কোনো ব্যাংক থেকেই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার জন্য আবেদন করতে পারবেন। এর মাধ্যমে ইতিমধ্যে বহু মানুষ লোন নিয়ে ব্যবসা শুরু করেছেন। এই মুদ্রা যোজনার একটি অংশ হলো E-Mudra Loan। যেখানে বাড়িতে বসেই লোনের জন্য আবেদন করা যাবে। আর গ্রাহকের এই বিশেষ সুবিধা দিচ্ছে স্টেস্ট ব্যাংক অব ইন্ডিয়া বা SBI।

মুদ্রা লোনের সুদের হার: (Apply Online Instent Loan on Aadhaar Card)

বিভিন্ন ব্যাংক বিভিন্ন সুদের হার নিয়ে থাকে। তবে গড়ে ৯ শতাংশ থেকে ১২ শতাংশ সুদ নেওয়া হয়। এসবিআই ই-মুদ্রা লোনের ক্ষেত্রে আরও বেশি সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের। গ্রাহকের সিবিল স্কোর ভালো হলে সুদের হার অনেকটা কমে যায়।

অনলাইনে ই-মুদ্রা লোনের আবেদন পদ্ধতি:

বাড়িতে বসে মুদ্রা লোনের মাধ্যমে লোন পেতে হলে আপনাকে SBI-র গ্রাহক হতে হবে। এই লোনের জন্য আবেদন করার জন্য প্রথমে SBI-র অফিসিয়াল ওয়েবসাইট www.onlinesbi.in এ যেতে হবে। এরপর হোমপেজ থেকে “MUDRA Loan” অপশনে ক্লিক লোন। এরপর নতুন পেজ ওপেন হলে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ
করুন এবং তারপর “Save and Next” করে প্রয়োজনীয় নথি আপলোড করুন। তারপর Submit করলেই ৫ মিনিটের মধ্যে লোন স্যাংসান হয়ে যাবে।

প্রয়োজনীয় লিঙ্ক:

Scroll to Top