Electricity Bill Payment 2024: বৈদ্যুতিক বিল জমা দেওয়ার সময় কখনই এই ভুল করবেন না! জানুন

Never make this mistake while submitting electric bill: আমরা বাড়িতে বা কর্মক্ষেত্রে সর্বত্র বিদ্যুৎ ব্যবহার করি। আজ আমরা বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না। আমরা একটি ফি জন্য এই পরিষেবা প্রদান. প্রতিটি পরিবারের বিদ্যুতের জন্য প্রতি তিন মাস পর পর বিল পাঠানোর নিয়ম রয়েছে। তিন মাসের বিল (Electricity Bill Payment 2024) একসাথে করে পাঠানো হয় বলে বিলে লিখিত অর্থের পরিমাণও একটু বেশিই থাকে। তবে বিল শোধ করার জন্য গ্রাহককে তিন মাস সময় দেওয়া হয়। প্রতি মাসে কিছু কিছু করে টাকা পরিশোধ করলে গ্রাহকের উপর তেমন চাপ পড়ে না।

কিন্তু বিদ্যুৎ বিল (Electricity Bill Payment 2024) জমা দেওয়ার সময় আপনি কোন ভুল করছেন? একটি ভুল যা আপনার জন্য বড় মূল্য দিতে পারে, যেকোনো দিন আপনার বাড়ির বিদ্যুৎ চলে যেতে পারে। কিছুদিন আগেই কুলটির একটি ঘটনা আমাদের সতর্ক করেছে এই মারাত্মক ভুলটি করার থেকে।

কুলটির বেশকিছু বিদ্যুৎ উপভোক্তার দাবি তারা প্রতি মাসে সঠিক সময় তাদের ইলেকট্রিক বিল (Electricity Bill Payment 2024) পরিশোধ করেছিলেন তাঁরা। বিদ্যুৎ বিভাগের কর্মীদের প্রতি মাসে বিল দেওয়া হলেও নানা অজুহাতে শ্রমিকরা তাদের কোনো রশিদ দিতে চাননি। ফোনে তাদের কোনো মেসেজ আসেনি। শুধু ওই অফিসের কর্মীরা হাতে লিখেছে। উপভোক্তারা বিল পরিশোধ করলেও বিল পৌঁছায়নি বিদ্যুৎ দপ্তরের কাছে। আর তাই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের বাড়িতে পৌঁছে যান বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার জন্য।

ঘটনাটি ঘটেছে কুলটির নিয়ামতপুর বিদ্যুৎ কেন্দ্রে। উপভোক্তারা দুজন অভিযোগের নাম সবার সামনে নিয়ে এসেছেন তারা জানিয়েছেন, প্রতি মাসে তারা বিল (Electricity Bill Payment 2024) সুব্রত চ্যাটার্জি ও দেবাশীষ মাঝির হাতে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে দিতেন বিদ্যুৎ বিভাগের কর্মী। কিন্তু পরিবর্তে তারা ভোক্তাদের কোন পরিপক্ক রসিদ প্রদান করেনি। এরপর বিদ্যুৎ কর্মীরা ওই গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আসল ঘটনা সামনে আসে।সকালেই বুঝতে পারেন যে আদতে ওই দুই ব্যক্তি এতদিন ধরে কোন বিল জমাই করেননি।

এরপর গ্রাহকরা বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করতে গেলেও ওই দুই আসামিকে অফিসে দেখা যায়নি। আর এতেই তাদের ক্ষোভ বেড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। বিদ্যুৎ বিভাগের একজন কর্মচারীও স্বীকার করেছেন যে, গ্রাহকদের আসলে কোনো বিল দেওয়া হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখলেও ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।

Whatsapp GroupJoin Now
Telegram GroupJoin Now

Leave a comment