Paytm FASTag-র অনুমোদন বাতিল করলো NHAI, কীভাবে পেটিএম লিঙ্কড FASTag পরিষেবা বন্ধ করবেন? – How TO Make Money

Paytm FASTag-র অনুমোদন বাতিল করলো NHAI, কীভাবে পেটিএম লিঙ্কড FASTag পরিষেবা বন্ধ করবেন?

দেশ জুড়ে প্রায় ১ কোটির বেশি গ্রাহক FASTag ব্যবহার করে। তবে আগামী ২৯সে ফেব্রুয়ারীর পর থেকে বন্ধ হতে চলেছে FASTag পরিষেবা। ব্যবহারকারীরা আর FASTag ব্যবহার করে টোল ফি দিতে পারবে না। এ নিয়ে নতুন নিয়ম জারি করলো NAHI। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকার কারণেই Paytm FASTag পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী মার্চ মাস থেকে পেটিএম ওয়ালেটের পাশাপাশি FASTag পরিষেবাও বন্ধ হয়ে যাবে।

বন্ধ হচ্ছে Paytm FASTag পরিষেবা

সম্প্রতি ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি বা IHMCL তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি আপডেট দিয়েছে।  সেখানে জানানো হয়েছে নির্ধারিত ৩২টি ব্যাঙ্কের বাইরে অন্য কোনো ব্যাংক FASTag এর সঙ্গে লিঙ্ক থাকলে অনুমোদন পাবে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া একটি নির্দেশিকা জারি করে পেটিএম পেমেন্ট ব্যাংককে FASTag পরিষেবা প্রদানকারী ব্যাঙ্কের তালিকা থেকে বাদ দেওয়া হলো।

IHMCL নির্ধারিত ব্যাংক থেকে কিনতে হবে FASTag

দেশ জুড়ে প্রায় ২ কোটি গ্রাহক পেটিএম-র সঙ্গে যুক্ত। এতদিন পেটিএম-র গ্রাহকরা পেটিএম FASTag ব্যবহার করে টোল ট্যাক্স প্রদান করে আসছিল। FASTag এর মাধ্যমে টোল ট্যাক্স দিলে সময় যেমন বাঁচে তেমন খরচও কমে। কিন্তু NHAI-র নির্দেশ অনুযায়ী ২৯সে ফেব্রুয়ারীর পর পেটিএম ব্যবহারকারীরা FASTag ব্যবহার করে রিচার্জ বা টোল ট্যাক্স দিতে পারবে না। IHMCL নির্ধারিত ৩২টি ব্যাঙ্কের যে কোনো একটি থেকে FASTag পরিষেবা কেনার কথা বলা হয়েছে। এই ৩২টি ব্যাঙ্কের মধ্যে রয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অব বরোদা, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেস্ট ব্যাংক অব ইন্ডিয়া ইত্যাদি।

কীভাবে Paytm FASTag পরিষেবা বন্ধ করবেন?

আরবিআই-র নির্দেশ অনুযায়ী আগামী ২৯সে ফেব্রুয়ারী থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা বন্ধ হতে চলেছে। এর ফলে পেটিএম-র গ্রাহক ওয়ালেট থেকে শুরু করে FASTag সহ টপ আপ গ্রহণ করতে পারবে না। এ অবস্থায় আপনি যদি Paytm FASTag পরিষেবা বন্ধ করতে চান তাহলে নিম্নলিখিত স্টেপ অনুসরণ করুন-

• প্রথমে Paytm অ্যাপ লগইন করে “Manage FASTag” অপশনে যান।

• এখান থেকে আপনার নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা FASTag অ্যাকাউন্ট দেখতে পাবেন।

• এই পেজের নীচের দিকে “Help and Support” অপশনে ক্লিক করে “Need help with non-order related queries?” ট্যাবে ক্লিক করুন।

• এরপর “Queries related to updating FASTag profile” অপশন ওপেন করে “I Want to close my FASTag” ট্যাবে ক্লিক করুন।

• এভাবে খুব সহজে Paytm FASTag পরিষেবা বন্ধ করা যাবে।

প্রয়োজনীয় লিঙ্ক :

Scroll to Top