বিজ্ঞানমনষ্ক চাকরি প্রার্থী যাদের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক কাজের আগ্রহ বেশি তাদের জন্য সুখবর। দুর্গাপুর NIT তে শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বড় বড় সরকারি চাকরী ছাড়াও ছোট ছোট সুযোগ কাজে লাগাতে চান যারা তাদের জন্যই এই প্রতিবেদনটি রইলো বং গাইডারের পক্ষ থেকে। কীভাবে আবেদন করবেন, বয়স, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিন বিশদে
পদের নাম: দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল সংস্থার জুনিয়র রিসার্চার এবং ফেলো রিসার্চার পদে নিয়োগ।
শূন্যপদ: দুটি পোস্টের প্রতিটিতে একটি করে মোট দুটি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে চাকরি পেলে প্রার্থীকে মাসিক ৩৭,০০০ টাকার বেতন দেওয়া হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের যেকোনো ভারত সরকারের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BE,ME, B.TECH, M.TECH ,M.CA বা M.SC ইত্যাদি যেকোনো একটি ডিগ্রী থাকতে হবে। যেখানে সর্বমোট ৬০% নাম্বার থাকবে।
আবেদন পদ্ধতি: আবেদন পদ্ধতিটি সম্পন্ন হবে অফলাইনের মাধ্যমে। এর জন্য প্রার্থীদের www.nitdgp.ac.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে A4 সাইজ পেজে প্রিন্ট করে নিতে হবে। এরপর নির্ভুল ভাবে আবেদনপত্রটি পূরন করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
ঠিকানা: কৈদ্যুতিক প্রকৌশল বিভাগ, মহাত্মা গাঁধী এভিনিউ, দুর্গাপুর, ৭১৩২০৯
নির্বাচন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে।
ইন্টারভিউ এর তারিখ : আগামী ১২ই জুলাই।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিশ | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.nitdgp.ac.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |