Aadhaar ATM: নগদ দরকার, কিন্তু কোনো কারণে এটিএম-এ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে পারছেন না। আধার এটিএম-এর সাহায্য নেবেন না। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। আপনি যখন নির্দিষ্ট পদ্ধতিতে টাকা তোলার জন্য আবেদন করেন তখনই পোস্টম্যান আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে। কোথাও যেতে হবে না। কিভাবে আবেদন করতে হবে? জেনে নিন
AePS অর্থাৎ Aadhaar Enabled Payment System-এর মাধ্যমে ঘরে বসে টাকা তোলার এক অভিনব উপায় নিয়ে এল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। তবে এর জন্য গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Accounts) সঙ্গে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। এবং এই AePS হল এমন একটি ব্যবস্থা যাতে নির্দিষ্ট ব্যাঙ্কিং লেনদেন করা যায়। ব্যালেন্স চেক, উত্তোলন, মিনি স্টেটমেন্ট বা ফান্ড ট্রান্সফার সবই এই মোডে করা যায়, শুধুমাত্র বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক জানিয়েছে, বাড়ি থেকে কোনও গ্রাহক টাকা তুলতে চাইলে, তাঁকে অতিরিক্ত কোনও ফি বা চার্জ দিতে হবে না।

প্রথমে গ্রাহককে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে । সেখানে গিয়ে বেছে নিতে হবে ডোরস্টেপ ব্যাঙ্কিং। এর পর গ্রাহককে তাঁর মোবাইল নম্বর, নাম, ঠিকানা, পিনকোড ও ইমেইল দিয়ে নিকটস্থ পোস্ট অফিস এবং যে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে চাইছেন তাঁর তথ্য দিতে হবে। তবে এক্ষেত্রে ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে। NPCI AePS-এর মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন একজন গ্রাহক।