এবার বাজার কাঁপাতে এলো নাথিং এর নতুন স্মার্ট ওয়াচ এবং ইয়ার বাড, কি কি ফিচার আর দাম কতো? এখুনি জানুন – How TO Make Money

এবার বাজার কাঁপাতে এলো নাথিং এর নতুন স্মার্ট ওয়াচ এবং ইয়ার বাড, কি কি ফিচার আর দাম কতো? এখুনি জানুন

ভারতের বাজারে আমেরিকান সংস্থা নাথিং তাদের অত্যাধুনিক বাজেটের মধ্যে থাকা স্মার্টফোন এনে ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে। প্রাইম ফিচারের সাথে মার্জিত দামে মন জয় করেছে গ্রাহকদের। এবার তাই নতুন রূপে ফিরে এলো নাথিং। ভারতের বাজারে নিজেদের আধিপত্য তৈরির পর CMF নামক একটি উইং সামনে এনে নাথিং। এবার সেই উইংয়ের মাধ্যমেই প্রাইম ফিচার সহ সামনে আনলেন একটি স্মার্টফোন , স্মার্টওয়াচ এবং ইয়ারবাড। স্মার্ট ওয়াচটির নাম দেওয়া হয়েছে ওয়াচ প্রো টু এবং ইয়ারবাড টির নাম দেওয়া হয়েছে CMF বাডস প্রো টু।

ওয়াচটির বিশেষত্ব হিসেবে রয়েছে বেজেল পরিবর্তন , ১.৩২ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, দারুন কিছু ওয়াচ ফেস, কলিং সাপোর্ট, ১২০ টি স্পোর্টস সাপোর্ট ইত্যাদি। যা অনেক নামী দামী সংস্থার স্মার্ট ওয়াচে এখনও ইতিহাস। এটি মূলত চারটি বেল্টে পাওয়া যাচ্ছে। ধূসর দুটি রঙের দাম রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। এবং নীল ও কমলা রঙের দুটি বেল্টের দাম রাখা হয়েছে ৫৪৯৯টাকা। অতিরিক্ত বেল্ট নিতে হলে আলাদা করে ৭৪৯ টাকা দিয়ে কিনতে হবে।

ইয়ারবাডটি ডুয়াল ড্রাইবার সিস্টেমে পাওয়া যাবে। এতে ৫০ ডেসিবেল হাইব্রিড একটিভ নয়েজ ক্যানসিলেশন কাজ করবে। একবার চার্জ দিয়ে ৪৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। এতে তিনটি কাজে তিনটি আলাদা মাইক্রোফোন ইউজ করা হয়েছে। ব্লু, ডার্ক গ্রে, লাইট গ্রে ও অরেঞ্জ ইত্যাদি রঙের ভারীয়েন্টে ইয়ারবাডটি পাওয়া যাবে। এর দাম রাখা হয় ৪২৯৯ টাকা।

Now the market has come to shake the new smart watch and ear bud of Nothing, what are the features and how much is the price.
এবার বাজার কাঁপাতে এলো নাথিং এর নতুন স্মার্ট ওয়াচ এবং ইয়ার বাড, কি কি ফিচার আর দাম কতো

সেল শুরু হবে ১২ই জুলাই ২০২৪ এর দুপুর বারোটা থেকে । লঞ্চিং অফার হিসেবে যদি কোনো ক্রেতা সিএমএফ মোবাইলটির সাথে এর কোনো একটি কেনে তবে সেক্ষেত্রে এক হাজার টাকার একটি ছাড় দেওয়া হবে।

Scroll to Top