বর্তমান ভারতে সরকারি হোক বা বেসরকারি প্রতিষ্ঠান ,চাকরি পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। কোথাও বা দুর্নীতি কোথাও স্কুলের অভাব সব মিলিয়ে একটা বাজে অবস্থার মধ্যে থাকে শিক্ষিত বেকার শ্রেণীর মানুষের। যেসব ছাত্রী ছাত্র গ্র্যাজুয়েশন করে বসে আছে এখনও চাকরি পায়নি তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্প শুরু হলো বেকার ভাতা। এতে আবেদনের মাধ্যমে প্রত্যেকে পাবে ২৫০০ টাকা প্রতি মাসে।
যোগ্যতা :
- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে।
- জন্মগত ভাবে পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।
- কোনো রকম সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম করলে হবেনা।
- একটি পরিবারের একজন সদস্য আবেদন করতে পারবেন।
- বার্ষিক আয় এক লক্ষের কম হতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।
মূলত পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের বেকারত্ব সমস্যা কাটিয়ে ওঠার সাহায্য করতেই এই প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

আবেদনের পদ্ধতি : এর আবেদনটি হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এর জন্য প্রার্থীদের আগে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে দেওয়া নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে ক্লিক করতে হবে। এরপর আসা আবেদন পত্রটি পূরন করে সাবমিট করতে হবে। সঙ্গে ইনকাম সার্টিফিকেট, পারিবারিক আয়ের সার্টিফিকেট, বেকারত্বের প্রমাণ পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ও যেকোনো ভারতীয় পরিচয় পত্র প্রয়োজন পড়বে