আবারও পাইকারি দ্রব্যের মূল্যবৃদ্ধি, বাড়তে চলেছে জীবনধারণের খরচ – How TO Make Money

আবারও পাইকারি দ্রব্যের মূল্যবৃদ্ধি, বাড়তে চলেছে জীবনধারণের খরচ

শুক্রবার ভারতের বানীয় মন্ত্রীর তরফে আবারও পাইকারি দ্রব্যের উপর মূল্য বৃদ্ধির ঘোষণা করা হলো। পর পর তিন মাস এই মূল্য স্ফীতি হলো সরকারের তরফে। ১৪ ই জুন পাওয়া তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে সর্বমোট প্রায় ২.৬১ শতাংশ বাড়ল রোজকার খাদ্যমূল্যের মূল্য। মে মাসে এক দফায় পাইকারি খাদ্যদ্রব্যের মূল্য বাড়ল ২.৬১ শতাংশ। যা এপ্রিলের স্ফীতির তুলনায় প্রায় ১.৩৫ শতাংশ বেশি।

বাণিজ্য মন্ত্রীর তরফে জানানো হয়েছে এই মূল্য বৃদ্ধির কারণ ফসল উৎপাদনের বেশি খরচ, খাদ্য বিজের দাম বৃদ্ধি, পেট্রোলিয়াম , খনিজ তেল সহ আরোও কৃষি সহায়ক বস্তুর দাম বৃদ্ধির জন্য। এই জিনিস গুলির দাম প্রধানত আমদানি করা হয় আর এই আমদানি কৃত বস্তুর দাম বাড়ার কারণেই ভারতে এই মূল্য স্ফীতি বলেই ধারণা দিয়েছেন তিনি।

প্রকাশিত ফুড ইনডেক্স থেকে জানা যায় ইনডেক্সটি ২০২৪ সালের এপ্রিল মাসে ছিল ৫.৫২ শতাংশ যা মে মাসে ২.৬২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭.৪০ শতাংশ। এর মধ্যে সবজি, আলু , পেঁয়াজ এমনকি দানা শস্যর দাম বৃদ্ধির খবর পাওয়া গেছে রিপোর্ট থেকে। বিশেষত জ্বালানির দাম বৃদ্ধির জন্যই এই মূল্যস্ফীতি বলেই ধারণা বিশেষজ্ঞদের।

পর পর তিন মাসে মূল্য স্ফীতির সাক্ষী রইলো ভারত। পাইকারি মূল্যের দাম বৃদ্ধি হলে এর প্রভাব পড়বে খুচরো ক্রয়ের ক্ষেত্রেও। ভারতের মতো বিশাল দেশে নানান অর্থনৈতিক পরিস্থিতি সম্পন্ন মানুষের বাস। নিম্ন মধ্যবিত্ত ও দুঃস্থ সম্প্রদায়ের মানুষের উপর এর প্রভাব বেশি পড়বে বলেই দাবি বিশেষজ্ঞদের।

আবারও পাইকারি দ্রব্যের মূল্যবৃদ্ধি, বাড়তে চলেছে জীবনধারণের খরচ
আবারও পাইকারি দ্রব্যের মূল্যবৃদ্ধি, বাড়তে চলেছে জীবনধারণের খরচ

এর জন্য আগামী কিছু দিনের মধ্যে খুচরো কাঁচা মাল সহ সমস্ত খাদ্যদ্রব্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের যাতায়াতের খরচও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Scroll to Top