ভারত এবং বিশ্বের বাজারে সোমবার ঘটা করে লঞ্চ করা হলো ওয়ান প্লাস CE 4 lite 5G মোবাইলের।(Oneplus nord ce 4 lite) একের পর এক ধামাকা সামনে আনছে এই সংস্থা। কিছু প্রাইম মোবাইলের মডেল সহ মধ্যবিত্তদের জন্যও ভাবছে সংস্থাটি। অর্থাৎ ভারতের বাজারের একচ্ছত্র অধিকার নিতে চাইছে এই সংস্থাটি। আর সেই জন্যই গত এপ্রিলে প্রকাশ পাওয়া প্রাইম CE 4 মডেলটির একটি লাইট ভার্সন নিয়ে আসা হয়েছে একটি কুড়ি হাজার টাকার বাজেটের মধ্যে।
এতে আসল প্রাইম মডেলটির মতোই থাকছে 50 এমপি রিয়ার ডুয়াল ক্যামেরা। সাথে 5500 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এছাড়াও অন্যসব ফিচার মোটা মুটি আগের প্রাইম মডেলটির মতোই রাখা হয়েছে। এমোলেড ডিসপ্লে সহ মেগা ব্লু, সুপার সিলভার এবং আল্ট্রা ওরেঞ্জ কালারের অপশনে পাওয়া যাচ্ছে।
বেস প্রাইস 19999 টাকা থেকে শুরু হচ্ছে যেখানে 8+128 জিবির মডেলটি পাওয়া যাচ্ছে। এরপর 22999 টাকায় পাওয়া যাচ্ছে সব থেকে ভালো স্টোরেজে 8 + 256 জিবির ভারিয়েন্টির দাম রাখা হয়েছে। বিশেষ করে এই মডেলটি আনা হয়েছে মধ্যবিত্ত সমাজের মানুষের জন্য।

একের পর এক প্রাইম ফোন এনে উচ্চবিত্ত এবং সেই প্রাইম ফোন গুলির লাইট ভার্সন আনছে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য। এতে করে সব ধরনের বাজারেই নিজেদের নাম দহিল করে রাখছে ওয়ান প্লাস। দামের তফাৎ বিরাট থাকলেও মডেলগুলির প্রাইম এবং লাইট ভার্সনের মধ্যে বিশেষ তফাৎ রাখছে না সংস্থাটি । এছাড়াও সনির আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা , অত্যধিক জুম ফেসিলিটির ক্যামেরা মডেলটিতে যোগ করায় অনায়াসেই গ্রাহকদের আকৃষ্ঠ করছে।