ONGC Recruitment 2024: ONGC দপ্তরে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি – How TO Make Money

ONGC Recruitment 2024: ONGC দপ্তরে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীদের জন্য নতুন(ONGC Recruitment 2024)একটি খুশির খবর নিয়ে চলে এসেছি। এবার ONGC দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।

নিয়োগ সংস্থাOil and Natural Gas Corporation
পদের নামট্রেড অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদনিচে দেওয়া আছে 👇👇
আবেদন মাধ্যমঅনলাইনের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ ০৫.০৫.২০২৪

পদের নাম

ট্রেড অ্যাপ্রেন্টিস (জুনিয়র কনসালটেন্ট এবং অ্যাসোসিয়েট কনসালটেন্ট)

বয়সসীমা (ONGC Recruitment 2024)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ৬৪ বছরের নিচের হতে হবে।

বেতন

জুনিয়র কনসালটেন্ট পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসাবে ৪২,০০০ টাকা এবং অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসাবে ৬৮,০০০ টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (ONGC Recruitment 2024)

ইচ্ছুক প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য অবসরপ্রাপ্ত রেডিও অফিসারের যোগাযোগ মন্ত্রণালয় থেকে বৈধ GMDSS এবং COP (RTR/RTG) লাইসেন্স থাকতে হবে। অবসরপ্রাপ্ত রেডিও অফিসারের ওএনজিসি পরিষেবা থেকে বরখাস্ত হতে হবে এবং রেডিও পরিচালনার ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি

উক্ত পদে এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

ONGC Recruitment 2024
ONGC Recruitment 2024

আবেদন পদ্ধতি(ONGC Recruitment 2024)

এখানে (ONGC Recruitment 2024) আবেদন করতে পারবেন শুধুমাত্র ই-মেলের মাধ্যমে। আবেদন জানানোর জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে সেখানে যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলোকে স্ক্যান করে একত্রিত করে নির্দিষ্ট সময় ও তারিখের মধ্যে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনের শেষ তারিখ

৫ই এপ্রিল, ২০২৪

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু০৩/০৪/২০২৪
আবেদন শেষ০৫/০৫/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক:

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
আবেদন লিংকClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top