SBI RD: রেকারিং ডিপোজিটে টাকা লাভের সুযোগ। মেয়াদ শেষে মিলবে মোটা টাকা।

Recurring Deposits: নির্দিষ্ট সময়ের জন্য অর্থ বিনিয়োগ করে মেয়াদপূর্তিতে মোটা টাকা রিটার্ন পেতে চান প্রতিটি বিনিয়োগকারী। বহু মানুষ ভরসা রাখেন ব্যাংকিং পরিষেবার উপর। আবার ব্যাংকে অর্থ বিনিয়োগ করতে চান এমন অনেক মানুষ সব থেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বেছে নিতে চান ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে।

স্টেট ব্যাংকও গ্রাহকদের নানা রকম সুযোগ সুবিধা প্রদান করার জন্য বিভিন্ন ধরনের স্কিম চালু করে রেখেছে। স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি উভয় ধরনের বিনিয়োগের মাধ্যমে স্টেট ব্যাংকের সাহায্যে অত্যন্ত লাভবান হতে পারেন অর্থ বিনিয়োগকারী ব্যক্তিরা। স্টেট ব্যাংকের এমনই একটি গুরুত্বপূর্ণ স্কিম হলো রেকারিং ডিপোজিট স্কিম, যে স্কিমে অর্থ বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পর দারুন লাভবান হতে পারেন বিনিয়োগকারী। রেকারিং ডিপোজিট সম্পর্কেই বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

SBI রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলার যোগ্যতা:-

  • স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রেকারিং ডিপোজিট স্কিম গ্রাহকদের ৭-১০ বছর মেয়াদে অর্থ বিনিয়োগ করার সুযোগ দেয়। এই বিনিয়োগের ফলে গ্রাহকদের বেশ মোটা টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। দেখে নিন কি কি যোগ্যতা থাকলে এই স্কিমে অর্থ বিনিয়োগ করা সম্ভব হয়।

১/১ ভারতের স্থায়ী বাসিন্দা হলে এবং বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হলে অর্থ বিনিয়োগকারী ব্যক্তি নিজেই এই স্কিমের মাধ্যমে নিজের টাকা বিনিয়োগ করতে পারেন।

২/২ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৮ বছরের নিচের নাবালকদের জন্য এই স্কিমে অর্ধ বিনিয়োগের সুযোগ দেয়। তবে সে ক্ষেত্রে তার অভিভাবককে সমস্ত অর্থ বিনিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩/৩ বিদেশি ব্যক্তিরা স্টেট ব্যাংকে রেকারিং ডিপোজিট করতে চাইলে Non Resident External (NRE) বা Non Resident Ordinary (NRO) অ্যাকাউন্টের মাধ্যমে এই বিনিয়োগের কাজ সম্পন্ন করতে পারেন।

রেকারিং ডিপোজিটে অর্থ বিনিয়োগের পরিমাণ:-

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিট স্কিমের মাধ্যমে অর্থ বিনিয়োগকারী ব্যক্তিরা একেবারে ন্যূনতম পরিমাণ টাকা থেকে বিনিয়োগ শুরু করে দিতে পারেন। এক্ষেত্রে সর্বনিম্ন ১০০ টাকা থেকে বিনিয়োগ করা যায়। অর্থ বিনিয়োগের সর্বোচ্চ কোন সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হয় বিনিয়োগকারী ব্যক্তি ১০০ টাকার উপর যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন তাকে ১০ গুণিতক হিসাবে সেই বিনিয়োগ করতে হবে।

SBI RD সুদের পরিমাণ:-

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকের রেকারিং ডিপোজিট স্কিমের জন্য বেশ মোটা পরিমাণে সুদ অফার করে থাকেন। এক্ষেত্রে এই ব্যাংক থেকে ১ বছর থেকে ১ বছর ৩৬৪ দিন পর্যন্ত সময়কালের জন্য সাধারণ গ্রাহকরা সুদ পান ৬.৮০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পান ৭.৩০ শতাংশ। ২ বছর থেকে ২ বছর ৩৬৪ দিন মেয়াদের জন্য সাধারণ গ্রাহকরা পান ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পান ৭.৫০ শতাংশ। ৩ বছর থেকে ৪ বছর ৩৬৪ দিন মেয়াদের জন্য স্টেট ব্যাংক সাধারণ গ্রাহকদের দেয় ৬.৫০ শতাংশ এবং প্রবীণরা পান ৭.০০ শতাংশ। আর ৫ বছর থেকে ১০ বছর মেয়াদী রেকারিং ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকরা পান ৬.৫০ শতাংশ এবং প্রবীণরা পান ৭.০০ শতাংশ।

SBI তে RD অ্যাকাউন্ট খোলার পদ্ধতি:-

অনলাইন এবং অফলাইন এই দুটি উপায়েই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলে ফেলার সম্ভব। অফলাইনের মাধ্যমে নিকটবর্তী ব্যাংকের শাখায় দিয়ে এই কাজ সহজেই করে নেওয়া যায় এবং অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে সহজেই এই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন গ্রাহক। এক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট নথিপত্রের প্রয়োজন হয়। সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক এর অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং প্রবীণ নাগরিক হলে সিনিয়র সিটিজেন কার্ড।

SBI RD বিশেষ সুবিধা:-

স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিমের গ্রাহকদের বিশেষ কয়েকটি সুবিধা প্রদান করা হয়। যেমন এই একাউন্ট এর ক্ষেত্রে গ্রাহকরা নমিনির সুবিধা গ্রহণ করতে পারেন। এছাড়াও গ্রাহকরা এই স্কিমে জমানো টাকার উপর ৯০ শতাংশ পর্যন্ত লোন গ্রহণ করতে পারেন। এই স্কিমে আবার কর ছাড় পাওয়া ও সম্ভব। তবে এক্ষেত্রে মাথায় রাখা প্রয়োজন গ্রাহক যদি নির্দিষ্ট সময় অন্তর এই স্কিমে টাকা জমা করতে না পারেন তবে তার উপর প্রতি ১০০ টাকায় ২ টাকা জরিমানা ধার্য করা হবে।

SBI RD লাভের পরিমাণ:-

কোন অর্থ বিনিয়োগকারী ব্যক্তি যদি স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিমে মাসিক ৫০০০ টাকা ১০ বছরের মেয়াদে জমা করেন এবং স্টেট ব্যাংকের তরফ থেকে তার প্রাপ্য সুদের পরিমাণ যদি হয় ৬.৫% তবে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর তিনি মোট পাবেন ৮ লক্ষ টাকা।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a comment