কৃষকদের জন্য সুখবর দিল সরকার। কৃষকদের অ্যাকাউন্টে পড়তে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৬ তম কিস্তির টাকা। (PM Kishan Nidhi) কবে এই টাকা জমা পড়বে, সেই তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পিএম কিষাণ সম্মান ওয়েবসাইট অনুসারে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৬ তম কিস্তি চলতি মাসের শেষের দিকেই ছাড়বে কেন্দ্রীয় সরকার।
পিএম কিষাণ নিধির ১৬ তম কিস্তি কবে অ্যাকাউন্টে ঢুকবে?
PM কিষাণ নিধির ১৬ তম কিস্তি আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে দেওয়া হবে। এই তারিখে পিএম কিষাণ নিধির অন্তর্গত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা জমা করা হবে।
কারা প্রধানমন্ত্রী কিষাণ নিধির জন্য যোগ্য?
এই প্রকল্পটি শুধুমাত্র সেই সমস্ত কৃষকদের জন্য উপলব্ধ যাদের প্রকৃতপক্ষে চাষযোগ্য জমি রয়েছে। করদাতারা এই স্কিমের যোগ্য নয়। (PM Kishan Nidhi) এর আগে, ১৫ নভেম্বর, ২০২৩-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ কোটিরও বেশি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের অধীনে ১৫ তম কিস্তি দিয়েছিলেন।
কীভাবে PM কিষাণ নিধির ১৬ তম কিস্তির টাকা ঢুকেছেন কিনা দেখবেন?
১) প্রথমে পিএম কিষাণ নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.Gov.In দেখুন। ২) আপনার স্ক্রিনে দেখানো স্ট্যাটাস লিঙ্কে ক্লিক করুন ৩) এখন মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন আইডি চেক করুন। ৪) এবার একটি ওটিপি ফোনে আসবে সেটি নির্দিষ্ট জায়গায় লিখুন। ৫) এবার ডেটা ট্যাবটি নির্বাচন করুন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল একটি সরকারি উদ্যোগ, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হল, দরিদ্র কৃষকদের নির্দিষ্ট আয়ের উৎস স্থির করা এবং সুরক্ষা দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে ২,০০০ টাকার তিনটি কিস্তি পান। অর্থাৎ বার্ষিক ৬,০০০ টাকা সহায়তা পান। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।