POMIS SCHEMES: ভারত সরকারের এই প্রকল্পে বাড়িতে বসেই মাসিক উপার্জনের সুযোগ – How TO Make Money

POMIS SCHEMES: ভারত সরকারের এই প্রকল্পে বাড়িতে বসেই মাসিক উপার্জনের সুযোগ

POMIS SCHEMES: সাধারণ মানুষের অর্থনৈতিক সচ্ছলতা আনার জন্য একেরপর এক সুযোগ করে দিয়েছে ভারত সরকার। অনেকেরই অগচরে রয়েছে এমন অনেক প্রকল্প । জানেন পোষ্ট অফিসেও রয়েছে এমন একটি চমক প্রবন উপায়। মাসিক বিনিয়োগে করতে পারবেন মাসিক স্থায়ী উপার্জন।

প্রকল্পের নাম “পোস্ট অফিস মন্থলি ইনকাম স্কিম” বা POMIS। যার অর্থ পোস্ট অফিসে মাসিক আয়ের প্রকল্প। এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের আওতা ভুক্ত হওয়ায় ঝুঁকি ও কম এবং এখানে গ্রাহকরা পাচ্ছেন ৭.৪০ (সাত দশমিক চার শূন্য) শতাংশ হারে সুদ প্রতি বছরে। যা মাসিক একাউন্টে দেওয়া হয়। প্রকল্পটিতে একক একাউন্টে প্রতি মাসে নূন্যতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আর যদি দ্বৈত একাউন্ট হয় তবে সেক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা মাসিক বিনিয়োগ করা সম্ভব। প্রতি ক্ষেত্রেই দুধের হার থাকবে ৭.৪% যা ব্যাংক গুলির চেয়ে অনেক বেশি।

এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন সব শ্রেণীর মানুষ, এবং যাঁরা তাঁদের সঞ্চিত অর্থ নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননা তাদের জন্যই এই প্রকল্প। সরকারি সংস্থা এবং প্রকল্পটি সরাসরি কেন্দ্র সরকারের আওতায় পড়ায় ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। আর প্রত্যেকেই নিজ সামর্থ্য মতো টাকা বিনিয়োগ করতে পারেন। শেয়ার বাজারের ওঠা পড়ার মাঝে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের চেয়ে সরকারি মাধ্যমে পোস্ট অফিসের এই POMIS প্রকল্পটি খুবই লাভ দায়ক।

প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ প্রথমে সর্বাধিক পাঁচ বছরের জন্য রাখা যেতে পারে। তারপর পূর্ণতা পাওয়ার পর আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানো যেতে পারে। এতে করে সুধের হারের উপর আরও বেশি সুধ পাওয়া সম্ভব। অর্থাৎ খুব সহজেই সাধারণ বিনিয়োগকারী মানুষের আর্থিক উন্নতি হতে পারে। এছাড়াও আরও আছে এক কালীন বিনিয়োগের মতো বড় বড় সুযোগ।

Scroll to Top