G7 এর পুরো নাম গ্রুপ অফ সেভেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি সম্পন্ন 7টি দেশ নিয়ে গঠিত এই G7 বা গ্রুপ অফ সেভেন। 1973 সালে পুরো বিশ্ব তেল সংকটে পড়ে, সেই সময় শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আমেরিকা, ইংল্যান্ড , ফ্রান্স ও পশ্চিম জার্মানির অর্থমন্ত্রীরা একটি বৈঠকে বসেন। মনে করা হয় এই ঘটনায় G7 এর সূত্রপাত হয়।
বর্তমানে জাপান, কানাডা, ইতালি, ফ্রান্স, জার্মানি, আমেরিকা ও ইউকে এই সাতটি সবথেকে শক্তিশালী অর্থনীতির ভীত সম্পন্ন দেশ হিসেবে G7 এর সদস্য হিসেবে আছে। উক্ত দেশগুলি নিয়ে গঠিত এই সংস্থার মূল লক্ষ্য গণতন্ত্রের রক্ষা এবং সার্বিক ভাবে বিশ্বের অর্থনীতির উন্নতির জন্য পদক্ষেপ নেওয়া।
2014 সালের আগে পর্যন্ত এই সংস্থাটি গ্রুপ অফ এইট বা আট জনের দল হিসেবে পরিচয় পেলেও 2014 সালে রাশিয়া অন্যায় ভাবে গণতন্ত্রকে ছোট করে ক্রিমিয়া দেশ দখল করলে তাকে ওই সংস্থা থেকে বিতাড়িত করা হয় এবং ওই সংস্থা G7 নামে চলতে থেকে। এর কোনো নির্দিষ্ট কার্যালয় নেই সদস্যদের মধ্যে দায়িত্ব অনুসারে ভাগ করা হয়।
সম্প্রতি 2024 সালের G7 সামিটটি হতে চলেছে ইতালিতে। এর এবারের সভাপতিত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে ইতালির উপর। আর এই বৈঠকেই আমন্ত্রিত হিসেবে ইতালিতে পৌঁছেছেন তৃতীয়বারের নির্বাচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও অতিথি হিসেবে ভারতীয় প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিংহ ও নরেন্দ্র মোদী প্রমুখ ব্যক্তিবর্গকে এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেছে।

পরবর্তি কালে G7 বৈঠকটি রাজনীতি , সমাজনীতি ও অর্থনীতিতে থেমে না থেকে এইচআইভি বা এইডস এর মতো রোগ মোকাবিলায়, উন্নয়নের পথে অগ্রমান দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির প্রতিকারেও এগিয়ে এসেছে।