SSY:চটপট মিটিয়ে ফেলুন এই কাজ! নয়তো বন্ধ হতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sukanya Samriddhi Yojana:ভারত সরকারের একটি জনপ্রিয় স্কিম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি মূলত কন্যা সন্তানের ভবিষ্যত সুরক্ষার কথা ভেবে চালু করা হয়েছে। এই স্কিমে বিনিয়োগ করলে কন্যা সন্তানের পড়াশোনা থেকে শুরু করে বিয়ের খরচ নিয়ে ভাবতে হয় না। কন্যার ১৮ বছর বয়স পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। অনেকেই তার কন্যা সন্তানের নাম ব্যাংকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুলেছেন। আপনার সন্তানের নামেও কি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট রয়েছে? তাহলে ৩১সে মার্চের আগে করিয়ে নিন এই কাজ। নয়তো বন্ধ হবে অ্যাকাউন্ট।

প্রসঙ্গত, কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার করার একটি জনপ্রিয় স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা। (Sukanya Samriddhi Yojana)যেখানে বার্ষিক নূন্যতম ২৫০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। প্রতি বছর এই টাকা জমা করতে হয়। কোনো ব্যাক্তি চাইলে সন্তানের নামে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। ২১ বছর বয়সের পর এই টাকা রিটার্ন পাওয়া যায়। তবে কন্যার ১৮ বছর বয়স হলে বিনিয়োগের অর্ধেক টাকা তুলে নেওয়া যায়।

আরও পড়ুন »   Free LPG Connection: আরও সহজে মিলবে ফ্রি রান্নার গ্যাস কানেকশন! বড় আপডেট দিল কেন্দ্র

তবে অনেকেই আছেন যারা নিয়ম মেনে প্রতি বছর সুকন্যা সমৃদ্ধি যোজোনার অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও নিয়ম মেনে টাকা জমা করে না। (Sukanya Samriddhi Yojana) তাদের জন্য এবার বড় খবর। সুকন্যা সমৃদ্ধি যোজোনায় নূন্যতম ব্যালেন্স না জমা করলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আগামী ৩১সে মার্চ ‘২৪-র আগে এই কাজটি সম্পন্ন করতে হবে। তবে অ্যাকাউন্ট ফ্রিজ বা বন্ধ হয়ে গেলে, তা পুনরায় চালু করা যাবে। সে ক্ষেত্রে জরিমানা বাবদ ৫০ টাকা দিতে হবে।

তাই হাতে বেশি সময় নেই। এখনো যদি অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স জমা না করেন, তাহলেই অতি দ্রুত জমা করে দিন। আর আপনার কন্যার SSY-র অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার হাত থেকে বাঁচান। উল্লেখ্য, বর্তমানে সুকন্যা সমৃদ্ধি য়োজনায় ৮.২০ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। বিশেষ বিষয় হলো এই স্কিমে বিনিয়োগ কিংবা রিটার্ন সম্পূর্ণ কর মুক্ত।

আরও পড়ুন »   পশ্চিমবঙ্গে অসংখ্যডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন 16,000/- টাকা | WB Data Entry Operator Recruitment 

প্রসঙ্গত, সুকন্যা সমৃদ্ধি যোজনার পাশাপাশি পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও নূন্যতম ব্যালেন্স জমা করার শেষ তারিখ ৩১সে মার্চ। (Sukanya Samriddhi Yojana) পিপিএফ অ্যাকাউন্টে নূন্যতম ৫০০ টাকা ব্যালেন্স রাখতে হবে। এক্ষেত্রেও নূন্যতম ব্যালেন্স না থাকলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ করে দেওয়া হবে। অ্যাকাউন্ট পুনরায় চালু করতে হলে ৫০ টাকা জরিমানা দিতে হবে।

প্রয়োজনীয় লিঙ্ক:

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news