Ration Card: লোকসভা নির্বাচন নিয়ে গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। এই নির্বাচনী লড়াইয়ে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কেউ। প্রতিটি রাজনৈতিক দলই সাধারণ মানুষের জন্য বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে।
আর এবার এমনই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিল কংগ্রেস। জানা গিয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষ রেশন কার্ডে ৫ কেজির বদলে ১০ কেজি খাদ্য সামগ্রী পাবে। সরকার কর্তৃক রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। আর করোনার সময় থেকেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন পাচ্ছেন অনেকেই।
এই পরিস্থিতিতে কংগ্রেস বলেছে, তারা ক্ষমতায় এলে গরিব মানুষদের প্রতি মাসে বিনামূল্যে ১০ কেজি রেশন দেবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বুধবার বলেছেন, ভারত জোট যদি ক্ষমতায় আসে। তবে প্রতি মাসে গরিবদের ১০ কেজি রেশন দেওয়া হবে। এছাড়াও কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, দরিদ্র পরিবারের মহিলাদের বার্ষিক ১ লক্ষ টাকা দেওয়া হবে।
তবে এই মন্তব্য শুনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লিখেছেন, ‘কংগ্রেস কি জানে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে। তাদের দাম কি হতে পারে? তারা কি কখনও হিসেব করে দেখেছেন যে এই বিভিন্ন স্কিমে তাদের কত টাকা খরচ করতে হবে? তারা কি এই টাকা বাড়াতে ট্যাক্স বাড়াবে নাকি ধার নেওয়া শুরু করবে?