সুপার ফাস্ট চার্জিং সহ লঞ্চ হলো রিয়েলমি জিটি সিক্স, সঙ্গে ধামাকাদার ফিচার। বিশদ জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশ্বের বাজার সহ ভারতে ২০ শে জুন প্রকাশ পেলো Realme GT 6। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারত সহ পুরো বিশ্বে সামনে এল মোবাইলটি। এটিতে এমোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর সহ থাকছে 120 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। এছাড়াও শক্তিশালী 5,500 mAh এর ব্যাটারিতে একবার চার্জ দিলে তিন দিন পর্যন্ত চলার ক্ষমতা দেওয়া হয়েছে।

ভারতে এই মোবাইলে প্রাথমিক মডেল হিসেবে দেওয়া হয়েছে 8 জিবি র‍্যাম সহ 256 জিবি স্টোরেজ। এর দাম রাখা হয়েছে 40,999 টাকা। এবং 12 জিবি র‍্যম + 256 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 42,999 টাকা এবং সর্বশেষ ভ্যারিয়েন্ট 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 44,999 টাকা। বৃহস্পতিবার প্রকাশের পর থেকেই অগ্রিম বুকিং চালু হয়েছে। এবং আগামী 25 তারিখ থেকে অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে সরাসরি কেনা যাবে।

আরও পড়ুন »   Samsung Galaxy M15 5G: 13,499 টাকা দামে লঞ্চ হবে,লঞ্চের আগেই লিক হল দাম

সঙ্গে থাকছে কিছু ধামাকাদার লঞ্চিং অফার। ICICI, HDFC, SBI ব্যাংকগুলি থেকে সরাসরি পেমেন্টের মাধ্যমে মিলবে 4000 টাকার একটি বড় ছাড়। এছাড়াও এক্সচেঞ্জের মাধ্যমে এই মোবাইলটি নিতে চাইলে বাড়তি 1000 টাকার একটি ডিসকাউন্ট দেওয়া হবে গ্রাহকদের। এছাড়াও থাকছে নো কস্ট ইএমআইএর মতো সুবিধাও। এছাড়াও সীমিত সময়ের অফার হিসেবে ফাস্ট ডেলিভারি এবং সঙ্গে ছয় মাসের ফ্রি স্কিন রিপ্লেসমেন্ট অফার করছে রিয়েলমি সংস্থা।

সুপার ফাস্ট চার্জিং সহ লঞ্চ হলো রিয়েলমি জিটি সিক্স, সঙ্গে ধামাকাদার ফিচার। বিশদ জানুন
সুপার ফাস্ট চার্জিং সহ লঞ্চ হলো রিয়েলমি জিটি সিক্স, সঙ্গে ধামাকাদার ফিচার। বিশদ জানুন

ভারী গেম খেলা বা এক নাগাড়ে ব্যবহার, এই মোবাইলটি সব দিক দিয়ে শক্তিশালী করে বানানো হয়েছে। এমনকি ছবি তুলতে ভালবাসেন যাঁরা তাঁদের জন্য যোগ করা হয়েছে ট্রিপল ক্যামেরা। এর মধ্যে OIS সহ 50 মেগা পিক্সেলের সোনি LYT 808 সেন্সর, %112p ডিগ্রী ভিউ সহ 8 মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রাখা হয়েছে। মোবাইলটিতে মাত্র 10 মিনিটেই হবে 50% পর্যন্ত চার্জ। যা রোজগার ব্যস্ত জীবনের সঙ্গ দিতে তৈরি করা হয়েছে ।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news