স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে, তবে কি গ্রীষ্মের দহন শেষ? – How TO Make Money

স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে, তবে কি গ্রীষ্মের দহন শেষ?

প্রবল দাবদাহের পর ধীরে ধীরে স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা একই থাকলেও ভ্যাপসা গরমের ভাগ কমেছে বুধবার থেকেই। আংশিক মেঘলা আকাশে স্বস্তি মিলেছে হাসফাঁস করা গরম থেকে। তবে কি দক্ষিণ বঙ্গে এবার নামবে বর্ষা?

বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় একটু স্বস্তির ছোঁয়া লাগতে শুরু করেছে ইতিমধ্যেই। ওদিকে ভারতে বর্ষার আগমন হয়েছে। মুম্বাইতে প্রবল বৃষ্টিতে জল জমার খবরও এসেছে, বিঘ্ন হয়েছিল জনজীবন। আবহাওয়া দপ্তরের কাছ থেকে প্রাপ্ত খবরে জানা গিয়েছিল দক্ষিণের রাজ্য গুলিতে এখনই বর্ষা নয়। ১৩ তারিখে বর্ষার পরিপক্ব মৌসুমী বায়ুর প্রবেশ হওয়ার কথা বঙ্গোপসাগর দিয়ে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত ঘটায় আবহাওয়ায় আমূল পরিবর্তন এসেছে। দক্ষিণবঙ্গেও মিলেছে স্বস্তি। এদিকে দক্ষিণবঙ্গে গত দুদিনে ঘটে যাওয়া কিছু বিক্ষিপ্ত বৃষ্টিতে বর্ধমান সহ আরো কিছু জায়গা থেকে ৩ জনের বাজ পরে মৃত্যুর খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত। আর অন্যদিকে দুই ২৪ পরগনা, দিনাজপুর ও কলকাতার বেশ কিছু অঞ্চল এখনও বৃষ্টি হীন।

তবে সর্বশেষ পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার থেকেই বৃষ্টির দেখা মিলবে। এবং শুক্র, শনি ও রবিবার একটানা বৃষ্টির দেখা মিলবে পশ্চিমবঙ্গ জুড়ে। এও জানা গেছে এবার সময়ের আগেই ভারতে দেখা মিলছে বর্ষার যা এই তিব্র দাবদাহের মধ্যে গুপ্তধন পাওয়ার সমান। বলা হচ্ছে এবার ভালো বর্ষার দেখা পেতে চলেছে ভারত। এই বিশাল গরমের জন্যই জলীয় বাষ্প পূর্ণ ভারী মেঘ বেশি তৈরি হবে ফলে ভারী বৃষ্টির দেখা মিলবে।

স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে, তবে কি গ্রীষ্মের দহন শেষ?
স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে, তবে কি গ্রীষ্মের দহন শেষ?

এই খবরে সাধারণ মানুষ থেকে কৃষক সকলেই খুশি। আগামী গ্রীষ্মে জলের কষ্টে পড়তে হবেনা ভেবে আশাবাদী সকলেই। বঙ্গোপসাগরের মৌসুমী বায়ু সুন্দরীর দয়ায় তাই ধীরে ধীরে স্বস্তি লাভের পথে এগোচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

Scroll to Top