Saayoni Ghosh Property: যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, জেনে নিন তাঁর সম্পত্তির পরিমাণ কত। – How TO Make Money

Saayoni Ghosh Property: যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, জেনে নিন তাঁর সম্পত্তির পরিমাণ কত।

 Saayoni Ghosh Property: যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। তিনি শুধু অভিনেত্রী নন, তাঁর পাশাপাশি তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তিনি টালিগঞ্জ বিধানসভা এলাকায় বসবাস করেন।

বাবার সঙ্গেই তিনি থাকেন ওই বাড়িতে, এখনও বিয়ে করেননি তিনি। সায়নীর মা কিছুদিন আগেই মারা গিয়েছেন। এর আগে তিনি আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। আর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আলিপুরে মনোনয়নপত্র জমা দেন। সেখানেই তিনি তুলে ধরেন তাঁর সম্পত্তির পরিমাণ।

যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের হাতে নগদ টাকা ৩৪ হাজার ৫০০ টাকা, তাঁর নিজের নামে একটি গাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট আছে গ্যারেজ-সহ। তাঁর মোট আটটি অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে চারটি সেভিংস ও চারটি কারেন্ট। এবং কয়েকটি অ্যাকাউন্ট তাঁর মায়ের সঙ্গে যৌথভাবে রয়েছে।

Saayoni Ghosh Property
Saayoni Ghosh Property

জীবনবিমাও করা আছে তাঁর। চলতি আর্থিক বছরে তাঁর আয় ৪ লক্ষ ৭১ হাজার ৪৯০ টাকা। তাঁর মোট অ্যাকাউন্টে জমানো টাকায় পরিমাণ ৯ লক্ষ ৯৩ হাজার ৩০৩। সায়নীর নেই তেমন কোনও সোনাগয়না। মাত্র ৮ গ্রাম সোনা রয়েছে তাঁর। কিন্তু তাঁর সঙ্গে মাথার উপরে প্রায় ৫৯ লাখ টাকারও বেশি লোন রয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top