AdBlocker Detected!

AdBlock Detected Icon

Dear visitor, it seems that you are using an ad blocker. Please consider disabling it to support our website and continue enjoying our content for free.

Note: The Brave browser is not supported on our website. Please use a different browser for the best experience.

Once you're done, please refresh the page.
শেয়ার মার্কেটের দিন শেষ! এই ৫ টি ব্যাঙ্কে FD করলেই মিলবে ৯ শতাংশ সুদ – How TO Make Money

শেয়ার মার্কেটের দিন শেষ! এই ৫ টি ব্যাঙ্কে FD করলেই মিলবে ৯ শতাংশ সুদ

নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কে না থাকে না। আপনিও থাকেন নিশ্চয়ই? এদিকে অনেকেই আছেন যারা ভবিষ্যতের কথা ভাবনাচিন্তা করে সেভিংস করেন। কেউ ব্যাঙ্কে টাকা জমান, কেউ বিনিয়োগ করেন তো আবার কেউ কেউ ফিক্সড ডিপোজিট করেন। আপনিও কি এফডি করবেন ভাবছেন? তাহলে নজর রাখুন আজকের এই লেখাটির ওপর।

অনেকেই হয়তো জানেন না, এমন বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে যারা গ্রাহকদের এফডির ওপর ৯ শতাংশ অবধি সুদ দিচ্ছে। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই একদম দিনের আলোর মতো সত্যি। তবে আজ কিন্তু কোনও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক নয়, আজ নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলি এফডির ওপর কত কী সুদ দিচ্ছে সেটা নিয়ে আলোচনা হবে। আসুন তাহলে জেনে নিন কোন ব্যাঙ্ক এফডির ওপর বেশি বেশি করে সুদ দিচ্ছে।

১) সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক

আজ আমরা প্রথমে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক এফডি রেট সম্পর্কে কথা বলব। এই ব্যাংকটি সাধারণ গ্রাহকদের জন্য ৯.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৯.৬০ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে। মেয়াদ হতে হবে ৫ বছর পর্যন্ত।

২) ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

তারপর আমরা ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা বলব। আপনিও যদি এফডি করার কথা ভাবছেন তাহলে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক নিয়ে এসেছে সোনার সোহাগা খবর। আপনি যদি এই ব্যাঙ্কের গ্রাহক হন এবং FD করার কথা ভাবছেন তাহলে ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ১০০০ দিনের স্থায়ী আমানতের মেয়াদের জন্য ৮.৫১ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। কিন্তু আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন তবে এই ব্যাঙ্ক আপনাকে ৯.১১% পর্যন্ত FD-এ সুদ দেবে।

৩) ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

আলোচনার তালিকায় তিন নম্বরে রয়েছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংকের নাম। ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের জন্য ১০০১ দিনের FD-এ ৯ শতাংশ এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য ৯.৫০% পর্যন্ত সুদ দিচ্ছে৷

৪) ESAF স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

আজ আমরা ESAF Small Finance Bank FD রেট সম্পর্কে আলোচনা করব। আপনি যদি জানেন, আপনি আকাশ থেকে পড়বেন যে ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য FD অ্যাকাউন্টে ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে এবং সিনিয়র গ্রাহকদের ৯ শতাংশ।

৫) ইক্যুইটিস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

এবার আসা যাক ইক্যুইটিস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এফডি রেটস প্রসঙ্গে। ব্যাঙ্কটি নিজের সাধারণ গ্রাহকদের ৮৮৮ দিনের ফিক্সড ডিপোজিটে ৮.৫০ শতাংশের সুদ এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে।