Share Market Update: এটাই সময় বিনিয়োগ করলেই হবেন মালামাল, রইল টিপস

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Stock Market Update:লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতীয় শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স ৮০০ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়ে পৌঁছে গিয়েছে ৭৩,৭৮৫-র বেশি অঙ্কে। অন্যদিকে, ১.০৯% বা ২৪০ পয়েন্ট বেড়ে ২২,৩৬৪ অঙ্কে চলে গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি। মিডক্যাপ সূচক, ব্যাঙ্ক নিফটি এবং অন্যান্য সূচকগুলিও ১ শতাংশের বেশি বেড়েছে।

বিএসসি-র শীর্ষ ৩০টি শেয়ারের মধ্যে ২৮টিই বেড়েছে। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচসিএলের সামান্য পতন হয়েছে। এ ছাড়া নিফটি ৫০-এর ৪৪টি স্টক বেড়েছে। ৬টি স্টক নিম্নগতির৷ এনএসই-র ১০৬টি শেয়ার একদম সর্বোচ্চস্তরে পৌঁছে গিয়েছে। এর মধ্যে ৪৫টি শেয়ার ৫২ সপ্তাহের সর্বোস্ত স্তরে রয়েছে।(Stock Market Update) পাঁচটি স্টক আবার দুর্দান্ত রির্টান দিচ্ছে বিনিয়োগকারীদের। এগুলির মধ্যে অন্যতম, লার্জ ক্যাপ স্টক বাজাজ ফিনসার্ভ ৪.৩৭ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ১৬৫১ টাকায়। এছাড়া গ্রাসিম ইন্ডাস্ট্রিজ ৩ শতাংশ, কানারা ব্যাঙ্কে ৩ শতাংশ, ইন্ডিয়ান ব্যাঙ্কে ৫ শতাংশ, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৩ শতাংশ এবং স্মল ক্যাপ স্টক ভিআইপি ইন্ডাস্ট্রিজ ১৩ শতাংশ বেড়েছে।

কেন শেয়ারবাজার এত বৃদ্ধি হল?

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ব্যাঙ্কিং স্টকগুলিতে বিরাট বিনিয়োগ হয়ে চলেছে। এর ফলে সেনসেক্স এবং নিফটি বিশাল বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক তিনবার সুদের হার কমানোয় বাজার আশাবাদী হয়ে উঠেছে। এছাড়াও কয়েকটি আর্থিক সংস্থা ভারতের জিডিপি নিয়ে ইতিবাচক মত দিয়েছে। স্বাভাবিকভাবে বাজার উচ্চগতিতে থাকার সংকেত দিচ্ছে।

আরও পড়ুন »   WB Gram Panchayat Exam Practice Set 01 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০১, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

১। ব্যাঙ্কিং এবং RIL শেয়ারে কেনাকাটা- ব্যাঙ্কিং এবং বড় সংস্থা রিলায়েন্সের শেয়ারে (RIL) বিনিয়োগে আগ্রহ বেড়েছে বাজারের। যার প্রভাব দেখা গিয়েছে সেনসেক্স এবং নিফটিতে। বৃহস্পতিবার বাজারের তুঙ্গ গতির নেপথ্যে বড় অবদান রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। বাজাজ ফিনসার্ভ ৩.৭৫ শতাংশ বেড়েছে। ৩.৫১ শতাংশ বেড়েছে বাজাজ ফাইন্যান্স। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের স্টকগুলি ১.৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

২। এশিয়ার বাজারগুলির ঊর্ধ্বগতি- চিন, হংকং এবং তাইওয়ান-সহ এশিয়ার বাজারগুলি ১.৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। কারণ, শুক্রবারের মুদ্রাস্ফীতির পরিসংখ্যান তথ্য প্রকাশের আগে মার্কিন স্টক এক্সচেঞ্জ ০.৮-১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ শুধু জাপানের শেয়ারবাজারই কমেছে ১ শতাংশের বেশি।(Share Market Update)।

৩। টেকনিক্যাল চার্টে উত্থানের সংকেত- বিজনেস টুডে-র প্রতিবেদনে, অ্যাঞ্জেল ওয়ানের সমিত চহ্বান বলেছেন,নিফটির ২২,২০০ স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তর ছাড়ালেই ঊর্ধ্বগতি দেখা যাবে। আজ সকালেই নিফটি সেই স্তর ভেঙেছে। পৌঁছে গিয়েছিল ২২,৩৫২.২০ অঙ্কে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

আরও পড়ুন »   SHARE STOCK:বিনিয়োগকারীদের জন্য দারুন খবর! ভোডাফন-আইডিয়া বোর্ড ৪৫ হাজার কোটি টাকা ফান্ড সংগ্রহের অনুমোদন দিয়েছে

👉Airport Job Recruitment 2024: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি,বেতন 24,000/- টাকা

👉LIC Recruitment 2024: LIC-তে নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করে ফেলুন, রইলো পদ্ধতি

👉 ONGC Recruitment 2024: ONGC দপ্তরে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

👉 TCS Job Vacancy: টাটা কনসালটেন্সি সার্ভিসে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

👉Laxmi Bhandar Update : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট, কত তারিখ ঢুকবে বেশি টাকা?

👉7TH PAY COMMISSION:কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, সরকার এই ভাতাগুলিতে বড় পরিবর্তন আনছে

Leave a comment

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news