বন্ধ হচ্ছে Google Pay পরিষেবা? বিস্তারিত রইলো

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Shutting down Google Pay service? The details remain: অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গুগল পে একটি জনপ্রিয় মাধ্যম। সব থেকে বড় সার্চ ইঞ্জিন গুগলের নিজস্ব UPI পেমেন্ট অ্যাপ হওয়ায় সহজেই বিশ্বের বাজারে নাম কমিয়ে নিতে সক্ষম হয়েছে এই অনলাইন পেমেন্ট অ্যাপটি। তবে কি এই গুগল পে অ্যাপটিই এবার বন্ধ হতে চলেছে? জানুন

ভারত সহ পৃথিবীর প্রায় সব দেশেই গুগল পে পরিষেবা ছড়িয়ে রয়েছে। তবে গুগল এখন তার পেমেন্ট সার্ভিস অ্যাপটি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ গত ৪ই জুনেই এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একটি ব্লগের মাধ্যমে এই পরিষেবা বন্ধ করার কারণও বিশ্লেষণ করেছে গুগল।

আরও পড়ুন »   EPFO: বেসরকারি কর্মীরা কিন্তু চাইলে ৫০ হাজার টাকা অতিরিক্ত পেতে পারেন! অনেকেই জানেন না?

সম্প্রতি গুগল পে ওয়ান ট্যাপ পেমেন্ট বা পেমেন্ট ওয়ালেট চালু করেছে। এরই মধ্যে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত কেনো নিয়েছে তাও স্পষ্ট করেছে তাঁরা। ভারতের ব্যবহার কারীরা ডিজিটাল ওয়ালেট হিসেবে ইতিমধ্যেই গুগল পে ওয়ালেট ব্যবহার করতে পারে। আর বিশ্ব বাজারে গুগল তার ডিজিটাল ওয়ালেট সিস্টেমটি ছড়িয়ে দিতে Google pay পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতি মধ্যে আমেরিকা সহ অন্যান্য সব দেশে বন্ধ হয়েগেছে গুগল পে পরিষেবা। তবে কি এবার ভারতের পালা? সেক্ষেত্রে গুগল জানিয়েছে ভারতের বুকে কোটি কোটি গুগল পে ইউজার রয়েছে। তাই ভারত আর সিঙ্গাপুর ব্যতীত অন্য সব দেশেই পরিষেবা দিতে নারাজ তারা। শুধু মাত্র ভারত এবং সিঙ্গাপুরে এই Google pay আগের মতই বহাল তবিয়তে কাজ করবে।

আরও পড়ুন »   সন্তানের নামে শুরু করুন 5000 টাকার বিনিয়োগ, রিটার্ন ৩৮ লক্ষ টাকা
বন্ধ হচ্ছে Google Pay পরিষেবা? বিস্তারিত রইলো
বন্ধ হচ্ছে Google Pay পরিষেবা? বিস্তারিত রইলো

অন্যান্য দেশের ক্ষেত্রে গ্রাহকদের নির্দিষ্ট সময়ের মধ্যেই ওয়ালেটের টাকা নিজেদের ব্যাংকে ট্রান্সফার করার সুযোগ দেওয়া হয়েছে। এরপরও তারা Google pay ছাড়াই ওই ডিজিটাল ওয়ালেটটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটের মাধ্যমে ওয়ালেটে টাকা ভরা বা তোলার কাজ করতে হবে।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news