মাধ্যমিক পাশে একাধিক পদে পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ জেনে নিন কিভাবে – How TO Make Money

মাধ্যমিক পাশে একাধিক পদে পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ জেনে নিন কিভাবে

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুখবর। নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় পৌরসভার আন্ডারে স্বাস্থ্য কর্মী হিসেবে কাজের সুযোগ। যেসব চাকরি প্রার্থীরা ছোট থেকে শুরু করতে চাইছেন তাদের জন্য এবার সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের মিউনিসিপ্যালিটির অধীনে Honorary Health Worker পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন, কোটি শূন্যপদ, যোগ্যতা, বয়সসীমা সব কিছু বিশদে জানুন :

পদের নাম: Municipality Honorary Health Worker

শূন্যপদ সংখ্যা : ৩৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পোস্টে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ড স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও স্থানীয় ভাষায় কথা বলতে ও বুঝতে পারাটা আবশ্যিক।

বেতন : স্বাস্থ্যকর্মী রূপে নিযুক্ত প্রার্থীদের বেতন হিসেবে প্রতিমাসে ৪৫০০ টাকা দেওয়া হবে।

বয়সসীমা : এই পদে আবেদন করতে হলে প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সী হতে পারে।

আবেদন পদ্ধতি: পুরো আবেদনটি করা হবে অফলাইনে। এই পোস্টে আবেদন করার জন্য পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি খুঁজে বের করে A4 পেজে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এরপর নির্ভুল ভাবে প্রার্থীর নিজের তথ্য দিয়ে ফর্মটি পূরন করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ : এই সুযোগের আবেদনের শেষ তারিখ হলো চলতি মাসের ২৬ তারিখ। অর্থাৎ আগামী ২৬ শে জুলাই ২০২৪ এর মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন জমা করতে হবে।

কর্মস্থল : শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি , শিলিগুড়ি

আবেদনের ঠিকানা : To The Commissioner, Siliguri Municipal Corporation Baghajatin Road, Siliguri – 734001

Scroll to Top