সন্তানের নামে শুরু করুন 5000 টাকার বিনিয়োগ, রিটার্ন ৩৮ লক্ষ টাকা – How TO Make Money

সন্তানের নামে শুরু করুন 5000 টাকার বিনিয়োগ, রিটার্ন ৩৮ লক্ষ টাকা

জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে আগামীর কিছু বছরে সব কিছুর মূল্য এখনকার তুলনায় দ্বিগুণ যে হবে তার কোনো অসম্ভব বেপার নেই। বরং আজকের দিনে দাঁড়িয়ে ভেবে দেখলে ওটাই স্বাভাবিক। দিন আস্তে আস্তে কঠিন হতে শুরু করেছে। এর মধ্যে সন্তানের ভবিষ্যৎ, উচ্চ শিক্ষা বিবাহ হাজার একটা চিন্তায় পরেশানি কাটানো যাচ্ছেনা

এরই মধ্যে সন্তানের জন্ম হওয়া মাত্রই অভিভাবকদের চিন্তার বড়ো কারণ হয় তার ভবিষ্যত। জন্মের পর থেকেই একটি বাচ্চার শিক্ষার ভার থাকে তার মায়ের উপর এরপর পরিবারের অন্যরাও তার সাহায্যে মাতেন। তবে চিন্তার ভাঁজ দুর করতে। তাই যদি সন্তান জন্মগ্রহণের পর থেকেই বিনিয়োগ না করা হয় তবে দেখা যায় প্রয়োজনের সময় অর্থ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে।

লম্বা সময়ের বিনিয়োগের মাধ্যম হিসেবে এখন মানুষের পছন্দের তালিকার শীর্ষে বড়ো বড় সংস্থার জীবন বীমা বা পলিসিকে ফেলে উঠে আসছে মিউচুয়াল ফান্ডের নাম। মিউচুয়াল ফান্ড বিনিয়োগের উপর দেয় মোটা রিটার্ন না অন্য কোনো উপায়ে পাওয়া সহজ নয়। তবে কিছু ক্ষেত্রে ঝুঁকি থেকে যায় মিউচুয়াল ফান্ডেব বিনিয়োগে। তাই সব সময় দীর্ঘ দিনের বিনিয়োগ করা উচিত এতে ঝুঁকি প্রায় থাকেনা বললেই চলে। যদি কোনো ব্যক্তি তার সন্তান জন্মানোর পর থেকে মাসিক ৫০০০ টাকা করে মিউচ্যুয়াল ফান্ডের SIP তে জমা করতে থাকেন। তবে বাচ্চার ১৮ বছর বয়সে জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ১০ লক্ষ আশি হাজার টাকা।

Start investing Rs 5000 in child's name, return Rs 38 lakh
সন্তানের নামে শুরু করুন 5000 টাকার বিনিয়োগ, রিটার্ন ৩৮ লক্ষ টাকা

ওই টাকার উপর ১২ শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি সুদ করা হয় তবে ১৮ বছর পর সুদ হিসেবে ওই পরিবার পাবে যায় ২৭ লক্ষ টাকারও বেশি। অর্থাৎ জমা অর্থে সন্তানের শিক্ষা বিবাহ দুই ই সম্পন্ন হবে খুবসহজে।

Scroll to Top