স্বল্প সুদে সরকারি লোন নিয়ে আজই শুরু করুন নিজের ব্যবসা – How TO Make Money

স্বল্প সুদে সরকারি লোন নিয়ে আজই শুরু করুন নিজের ব্যবসা

ভারত সরকার সার্বিক ভাবে ভারতের উন্নয়নে মানুষের কর্মসংস্থানে সহায়তায় নিয়োজিত হয়েছে। ভবিষ্যতে ভারতকে একটি বিশ্বের শক্তিশালী দেশ বানিয়ে তুলতে ভারতীয় সাধারণ নাগরিকদের জীবনধারণের মান বাড়িয়ে তোলাই এখন গুরুত্বপূর্ণ কাজ। আর সেই পথে এগোতেই ভারত সরকার নিয়ে আসছে একের পর এক সুযোগ সাধারণ মানুষের জন্য। ভারত বিশাল দেশ, সব শ্রেণীর মানুষের বসবাস তাকে ঘিরে। সবার কথা মাথায় রেখেই এবার দেওয়া হবে ব্যবসায়ী ঋণ।

প্রধান মন্ত্রী মুদ্রা ঋণ হলো সেই প্রকল্প যেখানে ভারতের বেকারদের ছোট ব্যবসা শুরুর জন্য একটি ঋণ দেওয়া হবে ১০ লক্ষ টাকা পর্যন্ত। উক্ত ঋণটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যেখানে ৫০ হাজারের কম টাকার ঋণ নেওয়া যাবে এবং এটাকে বলা হচ্ছে শিশু বিভাগ।‌৫০০০১ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে এবং এটাকে বলা হচ্ছে কিশোর বিভাগ। এছাড়াও পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা ঋণ নিলে বলা হবে তরুণ বিভাগ।

ঋণটি মূলত ব্যবসায়িক, উৎপাদন মূলক কাজ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কোনো কাজ শুরু করার জন্য দেওয়া হবে। ভারতের নতুন এবং ছোট ব্যবসা গুলিকে সাহায্য করতে এই মুদ্রা প্রকল্প। এক্ষেত্রে একা বা যুগ্মভাবে আবেদন করা যাবে। আবেদনের সময়ে আবেদনকারী যদি অন্য কোনো সংস্থায় ঋণ নিয়ে থাকেন এবং সেটি সেই সময় পরিশোধ না করে থাকেন সেক্ষেত্রে তিনি কোনো ঋণ পাবেন না। যে ব্যবসায়িক কারণে ঋণ নেওয়া হবে সেই সম্পর্কিত শিক্ষা না থাকলে আবেদনকারীর আবেদন খারিজ করে দেওয়া হবে।

স্বল্প সুদে সরকারি লোন নিয়ে আজই শুরু করুন নিজের ব্যবসা
স্বল্প সুদে সরকারি লোন নিয়ে আজই শুরু করুন নিজের ব্যবসা

তবে এই ঋণের সুদের হার নির্ভর করবে নির্দিষ্ট ব্যাংকে আবেদনকারী কত বছরের জন্য ঋণটি নিতে চাইছেন এবং সেটি পরিশোধ করতে চাইছেন। এই সমস্ত তথ্য এবং বিশ্লেষণ হবে রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী।

Scroll to Top