Stock Market Update: বৃহস্পতিবার ছুটবে শেয়ার বাজার, জানুন বিস্তারিত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Stock Market Update: সপ্তম দফা ভোটের দিন শেয়ার বাজার রাজধানী বেগে ছুটতে শুরু করে বিশাল পরিমাণ লাভের মুখ দেখে বিনিয়োগকারীরা। ধরে নেওয়া হয় এবার মার্কেটে হবে ষাঁড়ের দৌড়। কিন্তু সেই গুড়ে বালি দিলো ২৯২৪ লোকসভা ভোটের ফল। ফল গণনার যখন বিরোধী দলের জোট এন ডি এ – কে জোর টক্কর দিতে থাকে তখনই এক ঝটকায় ধসে পড়ে বাজার। সবুজে সবুজে থাকা লাভের টাকা নিমেষে বদলে যায় লালে ভরা ক্ষতিতে। মঙ্গলবারের সেই ধসের পর এখনও ক্ষতিপূরণের বিশেষ সুযোগ দেয়নি বাজার।

তবে বুধবার বাজার সামান্য উঠলেও পরে সমান রেখায় চলতে থাকে। বাজার বন্ধের শেষে কিছুটা উপর উঠলেও মঙ্গলবারের ক্ষতির পূরণের রাস্তায় সেটি অনেকদূর। তবে বুধবারে সরকার গঠন সম্পর্কিত মিটিং বসে দিল্লিতে সেখানে বিজেপি দলের জয়ী সাংসদরা নরেন্দ্র দামোদর দাস মোদীকে তাঁদের নেতা হিসেবে দেখতে চান বলে মত দেন। অর্থাৎ এবার শুধু সরকার গঠনের পালা পরপর তৃতীয় বার প্রধানমন্ত্রী হতে যাওয়া মোদীর।

আরও পড়ুন »   SIP: SIP-তে বিনিয়োগ করার আগে মাথায় রাখুন এই ৪ টি জিনিস, নাহলে নষ্ট হবে টাকা

এদিকে মোদী আবার সরকারের দখলে আসছে তাই এবার বাজারের হল ফেরার আশায় বিনিয়োগ কারীরা। এরই মধ্যে শেয়ার মার্কেট বিশেষজ্ঞদের প্রকাশিত একটি মতে বৃহস্পতিবার থেকেই আবার ঘোড়ার দৌড় লাগবে বাজারে। ধসে পরা বাজার আবার উঠতে শুরু করবে বলেই আশাবাদী তাঁরা। মঙ্গলবারের গণনার বিনিয়োগকারীরা প্রায় ২৭ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। যা মেটার আশায় দিন গুনছেন তারা।

Stock Market Update: বৃহস্পতিবার ছুটবে শেয়ার বাজার, জানুন বিস্তারিত
Stock Market Update: বৃহস্পতিবার ছুটবে শেয়ার বাজার, জানুন বিস্তারিত

এরই মধ্যে স্বস্তির খবর। নয়া সরকার গঠনের সিদ্ধান্ত সম্পন্ন হওয়ায় আবার উঠে দাঁড়াবে বাজার, লাভের মুখ দেখবে ব্যবসায়ী থেকে বিনিয়োগকারীরা। লাল হয়ে থাকা ক্ষতির পোর্ট ফোলিও সবুজের লাভের মুখ কবে দেখবে সেদিকেই নজর সকলের।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news