এবার ভারতীয় সেনা বড়সড় চুক্তি করল। আর এই চুক্তি করতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সঙ্গে রয়েছে ভারতীয় সেনাবাহিনী।(TATA MOTORS) এখন নিশ্চয়ই ভাবছেন চুক্তিটা কী? তাই বিস্তারিত জানতে হলে চোখ রাখুন আজকের আর্টিকেলে।
হাইড্রোজেন চালিত বাস পেল ভারতীয় সেনাবাহিনী
জানা গিয়েছে, এবার IOCL হাইড্রোজেন চালিত বাসগুলি জাতীয় সেনার হাতে তুলে দিয়েছে। এ বিষয়ে সমঝোতাও হয়েছে। আপনি জেনে অবাক হবেন, এই বাসগুলির রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে প্রাথমিকভাবে টাটা মোটরস বাসের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। টাটা মোটরসের এই বাসগুলো চলবে হাইড্রোজেন গ্যাসে।উল্লেখ্য যে টাটা মোটরস এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ইন্ডিয়ান অয়েলকে এই হাইড্রোজেন চালিত বাসগুলি সরবরাহ করেছিল৷ কিন্তু এখন চুক্তির অধীনে IOCL এই বাসগুলি ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে চলেছে৷ এদিকে, টাটা মোটরস থেকে শুরু করে আইওসিএল, সবাই ভারতীয় সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।
ইন্ডিয়ান অয়েল বর্তমানে দিল্লি-এনসিআরে ১৫টি ফুয়েল সেল বাস পরিচালনা করে। যার মধ্যে সবকটি বাস একসঙ্গে মোট মাইলেজ দেয় তিন লাখ কিলোমিটার। যদি দেখা যায়, একটি বাস প্রায় ২০ হাজার কিলোমিটার মাইলেজ দিচ্ছে। বাসগুলো এক চার্জে ২৫০থেকে 300 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বাসটির ধারণক্ষমতা ৩৭ জন যাত্রী। বাসগুলি প্রধানত হাইড্রোজেন গ্যাসকে ইলেক্ট্রো-কেমিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুতে রূপান্তর করে চলে।
এই মৌ চুক্তি সম্পর্কে ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান এস এম বৈদ্য বলেছেন, ‘আজ সত্যিই একটি স্মরণীয় দিন, গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল বাসগুলি এখন ভারতীয় সেনাবাহিনীতেও চালাবে। ভারতীয় সেনাবাহিনীর সাথে এই চুক্তি সবুজ ও টেকসই ভবিষ্যতের জন্য একটি বড় পদক্ষেপ’।