শূন্য হবে বিদ্যুতের খরচ, চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া চমক – How TO Make Money

শূন্য হবে বিদ্যুতের খরচ, চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া চমক

অতিরিক্ত লোড এবং কোনরকম বিজ্ঞপ্তি ছাড়াই গরমের হাত থেকে বাঁচতে বাতানুকূল যন্ত্র বা ইয়ার কন্ডিশনারের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ঘাটতি এবং তার থেকে লোড শেডিং সব মিলিয়ে এই রুদ্ধশ্বাস গ্রীষ্মের হাত থেকে বাঁচতে নাজেহাল দেশবাসী। আর এরই ফলস্বরুপ বাড়ছে বিদ্যুতের মূল্য। আর এবার এই বিষয়েই স্বস্তির খবর শোনালেন নরেন্দ্র মোদী।

গত পাঁচ বছরে হু হু করে বেড়েছে পৃথিবীর তাপমাত্রা। এর জন্য দায়ী আমরাই। নির্দ্বিধায় গাছ কাটা, লাগামহীন দূষণ কোনো কিছুতেই আমরা সাবধান হচ্ছিনা। বরং দিনে দিনে মানুষ ও সভ্যতা নিজেরই কবর খুঁড়ছে। সতর্কবার্তা বা সাবধানতা বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে তবুও এখনও তার প্রভাব প্রকৃতিতে পড়েনি। ইতিমধ্যেই প্রকৃতি থেকে হারিয়ে গেছে অনেক উপকারী প্রাণী। ফলে ভারসাম্য হারাচ্ছে আমাদের পৃথিবী। আমরা নিজেরা সতর্ক না হলে তাপমাত্রার গড় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হতে বেশি দেরি নেই।

অতি গরমের হাত থেকে বাঁচতে এসি, পাখা ও ফ্রিজের ব্যবহারও বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের বিল ও বিদ্যুতের দাম। তাই এবার মোদীর নয়া যোজনা সূর্য ঘর। এই সূর্য ঘর প্রকল্পের নামেই লুকিয়ে আছে এর বর্ণনা। নরেন্দ্র মোদী ভারতবর্ষকে আর পাঁচটা অগ্রগতি সম্পন্ন দেশ গুলির মতো সৌর শক্তিতে নির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চাইছেন। যেখানে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর উপর দেওয়া হবে ক্রয় মূল্যের উপর ৪০ শতাংশ ছাড়। আর তারপরই হবে বিদ্যুৎ বিল শূন্য। প্রথমে এই প্রকল্পের আওতায় এক কোটি পরিবারের ছাদে সোলার প্যানেল বসানোর জন্য উদ্যোগ নেওয়া হবে। এই প্রকল্পের আওতায় কাজ শুরু হলে এক ধাক্কায় প্রায় ২৭০০০ কোটি টাকার বিদ্যুতের খরচ বাঁচবে সরকারের।

শূন্য হবে বিদ্যুতের খরচ, চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া চমক
শূন্য হবে বিদ্যুতের খরচ, চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া চমক

এর সাথে পরিবার পিছুও বিল বাবদ টাকার খরচ কমে আসবে। ভারতের বেশিরভাগ অঞ্চল গ্রীষ্ম প্রধান হওয়ায় সহজেই সৌর বিদ্যুত তৈরি হতে পারবে এবং তার ব্যবহারে ভারতের সাধারণ মানুষের জীবনধারণের খরচ অনেকাংশেই কমে আসবে বলেই ধারণা।

Scroll to Top