কিছুদিন আগেই শেষ হলো আইপিএল। আর সেই আইপিএলেই নতুন চরিত্রে দেখা গেছিল তাঁকে। দীর্ঘদিন সেরা পারফরমেন্স দিতে না পারা কেকেআরের কোচ হিসেবেই কেকেআরের শিবিরে ফেরেন তিনি। আর তারপরই গোটা সিজনে দেখা যায় চমক। শেষ মেষ সেরার খেতাবও জিতে নেয় গম্ভীরের কেকেআর। আর তারপর থেকেই শুরু হয়ে যায় ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম নিয়ে জল্পনা।
বর্তমান ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রয়েছেন রাহুল দ্রাবিড়। চলতি বছরেই BCCI এর সঙ্গে তার চুক্তি শেষ হতে চলেছে। তাই কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নতুন করে কোচ হিসেবে যোগদান করার জন্য আবেদন করার ঘোষণা করা হয়। সেই সময় থেকেই ভক্ত মহলে বারবার গম্ভীরের নাম উঠে আসে।
এব্যাপারে তিনি জানান ভারতীয় দলের কোচের আসন পাওয়া অনেক বড় সম্মানের। এই দায়িত্ব পালন করতে পারাটাও অনেক বড় ব্যাপার। এব্যাপারে তিনি আলাদা কিছু ভাবছেন না। এর পরেও চলে জল্পনা কল্পনা।
মঙ্গলবার সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। ইন্টারভিউ সম্পন্ন হলো গম্ভীরের। তবে তিনি শুধু একা নন এবার সামনে এলো তার সব চেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর নাম। একই দিনে নেওয়া হলো দুটি ইন্টারভিউ। এই প্রতিদ্বন্দ্বী আবেদন করেছেন এমন খবরও সামনে আসেনি এতদিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নজর তাই দুজনের দিকেই।

এক্ষেত্রে গৌতমের একমাত্র প্রতিদ্বন্দ্বী উর্কেরি ভেঙ্কট রামন বা ডব্লিউ ভি রামন। একই দিনে গম্ভীরের সাথে রামনকেও ভারতীয় ক্রিকেট বোর্ডের দপ্তরে আসতে দেখা যায়। ২০২০ সালে রামন ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ছিলেন। ২০২১ এ তার চুক্তি শেষ হলে পালা বদল হয়। মঙ্গলবার সেই রামনকেই দেখা গেলো গৌতমের প্রতিদ্বন্দ্বী হিসেবে। তবে কে ভারতীয় দলের দায়িত্ব নেবে এই বিষয়ে এখনো কতৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। ধারণা করা যাচ্ছে ইন্টারভিউ পর্যায়ের শেষে বোর্ডের সদস্যরা মিলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন ভারতীয় দলের হয়ে।