একবারে ২০ টাকা কমতে চলেছে পেট্রোলের দাম? বড়ো সিদ্ধান্ত কেন্দ্র সরকারের – How TO Make Money

একবারে ২০ টাকা কমতে চলেছে পেট্রোলের দাম? বড়ো সিদ্ধান্ত কেন্দ্র সরকারের

সদ্য তৃতীয় বারের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন নরেন্দ্র মোদি। সম্পন্ন হয়েছে শপথ পর্ব। একাধিক মিটিংয়েরও আয়োজন করা হয়েছে প্রধান মন্ত্রীর তরফে। এখনও সরকারি ভাবে হয়নি বাজেট অধিবেশন। তবে এরই মধ্যে একের পর এক চমকপ্রদ খবর উঠে আসছে সরকারের বাজেট বিষয়ে।

শোনা যাচ্ছে এবার GST এর আওতায় আনা হবে জ্বালানির দ্রব্য গুলোকে। অর্থাৎ এবার সর্বভারতীয় স্তরে পেট্রোল, ডিজেলের মতো জ্বালানি গুলোকে আনা হচ্ছে gst এর আওতায়। এরকই একটি গুঞ্জন বহু দিন ধরেই উড়ে বেড়ালেও এবার বিশ্বস্ত সূত্রের খবরে তাতে এক রকম সিলমোহর পড়ল। যদি সত্যিই জ্বালানির উপর gst ধরা হয় তবে এবার থেকে এক ধাক্কায় ২০টাকা কমবে জ্বালানির দাম এমনটাই আশাবাদী বিশেষজ্ঞরা।

Gst অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেছেন সরকার জ্বালানির উপর gst আনতে প্রস্তুত রয়েছে। এই বিষয়ে রাজ্য গুলি তাদের মত জানালে সরকারি ভাবে সিদ্ধন্তটিতে স্বীকৃতি দেওয়া হবে। এক্ষেত্রে ব্লক, রাজ্য ও কেন্দ্র স্তরে একেরপর এক আলোচনা বা সমালোচনা বৈঠক বসছে।

একবারে ২০ টাকা কমতে চলেছে পেট্রোলের দাম? বড়ো সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
একবারে ২০ টাকা কমতে চলেছে পেট্রোলের দাম? বড়ো সিদ্ধান্ত কেন্দ্র সরকারের

জ্বালানির উপর gst লাগু হলে পুরো দেশে একই দামে বিকবে এই সব জ্বালানি দ্রব্য গুলি। এর ফলে সব রাজ্যের মানুষ সমান সুযোগ সুবিধা পাবেন এবং সমান দামে জ্বালানির পণ্য কিনতে পারবেন। এতে করে অতিরিক্ত মূল্য ধার্য আছে এমন রাজ্য গুলিতে এক ধাক্কায় দাম কমতে পারে ২০ টাকা। সর্বাধিক ২৮ শতাংশ কর লাগু করলে পেট্রোলের দাম কমতে পারে ১৯.৭১ টাকা, এবং ডিজেলের দাম কমতে পারে ১২.৮৩ টাকা প্রতি লিটার।

Scroll to Top