কেন্দ্রকে ছাপিয়ে বাজিমাত রাজ্য সরকারের। বেকাররা পাবে ১২,৫০০ টাকা কিভাবে জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্য সহ দেশে ক্রমাগত বেড়ে চলেছে বেকারত্বের সমস্যা। এর মধ্যে চাকরির শূন্যপদ যা ঘোষণা হচ্ছে তা ভারতের বেকারত্বের সংখ্যা অনুযায়ী অনেক অনেক কম। এই জন্যই ব্যবসায় মনোযোগ দিতে সুবিধার ক্ষেত্রে কিছু লোনের ব্যবস্থা করেছে সরকার। কিন্তু ব্যবসার মতো কাজ তো সবার জন্য নয় তাই এতেও একটা অংশ মানুষের উপকার করা সম্ভব হচ্ছেনা।

এতদিন রাজ্যে দিনে খেটে খাওয়া মানুষদের জন্য ছিল কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের সুযোগ। অর্থাৎ প্রতি বছর সরকারের তরফে জব কার্ড আছে এমন মানুষদের ১০০ দিন কাজের সুযোগ করে দেওয়া হতো। কিন্তু রাজ্য কেন্দ্রের বৈষম্যের কারণে এখন সেই কাজও বন্ধ হয়ে গেছে। এর দায় নিতে রাজি নয় কোনো সরকারই। এর মধ্যে ক্ষতির মুখে পড়তে হয়েছে লক্ষ লক্ষ্য গরীব মানুষকে।

আরও পড়ুন »   PM Suryaghar Yojana: বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দিচ্ছে কেন্দ্র! কীভাবে আবেদন করবেন পিএম সূর্যঘর যোজোনায়?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বনাম কেন্দ্র সরকারের এই বিবাদের সুরাহা না হওয়ায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাধারণ মানুষের জন্য সামনে আনলেন একটি প্রকল্প। যা জব কার্ডের ওই ১০০ দিনের কাজের আদলেই তৈরি করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে কর্মশ্রী প্রকল্প। যার দৌলতে প্রতিবছর বেকাররা পাবেন ১২৫০০ টাকার কাজ।

কেন্দ্রকে ছাপিয়ে বাজিমাত রাজ্য সরকারের। বেকাররা পাবে ১২,৫০০ টাকা কিভাবে জানুন
কেন্দ্রকে ছাপিয়ে বাজিমাত রাজ্য সরকারের। বেকাররা পাবে ১২,৫০০ টাকা কিভাবে জানুন

পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত বেকার দের জন্য এলো বড়ো সুখবর। বলা হচ্ছে বছরে ৫০ দিন কাজের এই প্রকল্প বেকার দের জীবনে একটি বড় সুযোগ এনে দেবে। এখনও অবধি ২৩ লক্ষ স্মার্ট জবকার্ড বানানো হয়েছে এরপর আরো ৭৭ লক্ষ অর্থাৎ মোট ১ কোটি দরিদ্র দিন মজুরের কর্মসংস্থান করবে রাজ্য।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news