ছাত্র ছাত্রী থেকে শুরু করে চাকরী প্রার্থী সকলেই চায় একটি পার্ট টাইম কাজের সন্ধান যেখানে তারা সারাদিনের কাজ করেও বাড়তি কিছু টাকা রোজগার করতে পারেন। তাঁদের জন্যই এলো বড়ো সুখবর। দুর্মূল্যের বাজারে সংসারে ব্যয় করতে আর ভাবতে হবেনা।রইলো একটি সুখের রোজগারের পথ। শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে গুগল থেকে ৩০ মিনিটের একটি কোর্স করলেই মিলবে লক্ষ লক্ষ রোজগারের সুযোগ। কী কোর্স, কি পদ্ধতি, কি কাজ আরও বিশদে জানুন
কোর্স সম্পর্কে : কোর্সটির নাম দেওয়া হয়েছে Google Analytics । Ei কোর্সটি অনলাইনের মাধ্যমে শিখতে হবে মাত্র ৩০ মিনিটের ভিডিও কোর্স। এটি সম্পূর্ণ হলেই দেওয়া হবে একটি সার্টিফিকেট যা আপনাকে পরবর্তীতে আরোও অনেক কাজের সুযোগ করে দিতে পারবে।
কোর্সের আবেদন পদ্ধতি: উক্ত কোর্সে আবেদন করার জন্য প্রথমে নিজের স্মার্টফোন থেকে ক্রোম খুলে Great learning লিখে সার্চ করতে হবে। এরপর উপরের ওয়েবসাইটটি ওপেন করে নিজের মোবাইল নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট খুলে নিতে হবে। এরপর সার্চ অপশন থেকে analytics কোর্সটিকে সার্চ করে নিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি : এই কোর্সে আবেদনের কোনো মূল্য দিতে হবেনা অর্থাৎ পুরোটাই হবে বিনামূল্যে।
সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি : কোর্সটি শেষ হলে তার পরের পেজে থাকা কুইজটি তে যোগ দিয়ে প্রাপ্ত নম্বর যদি পাশ মার্কের উপর থাকে তবেই সার্টিফিকেট দেওয়া হবে। অনলাইন ডাউনলোড করে নিতে হবে।
কাজের সুযোগ : এই ডিজিটালাইজেশনের যুগে যাঁরা গুগল এনালিটিক্স এর কাজ শিখেছে তাদের আলাদা মূল্য দেওয়া হয়। আর এই সার্টিফিকেট কাজে লাগিয়ে fiverr বা upwork এর মত ওয়েবসাইট গুলিতে নিজের তথ্য দিয়ে রাখলে বিভিন্ন সংস্থা কাজের জন্য যোগাযোগ করতে পারবে আপনার সাথে।
দৈনিক রোজগার : এই কোর্সটি গুগলের তথ্য বিশ্লেষণ এবং অনলাইন ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পদ।সেই জন্যই আপনি প্রতিদিন ১২০০- ১৫০০ টাকা ইনকাম করতে পারবেন।