Big News: পশ্চিমবঙ্গের বেকারদের জন্য এবার বড়ো খবর, হবে কর্মসংস্থান – How TO Make Money

Big News: পশ্চিমবঙ্গের বেকারদের জন্য এবার বড়ো খবর, হবে কর্মসংস্থান

Big News: বর্তমান সমাজের সব থেকে বড় সমস্যা হলো বেকারত্ব। আর এই বৃহৎ সমস্যাটাকে দমন করতেই সামনে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নয়া উদ্যোগ। শিক্ষিত সমাজের কাছে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় বেকারত্বের জ্বালা। চাকরী হীনতা, যোগ্য পরিকাঠামো, পরীক্ষা না হওয়া সব মিলিয়ে সমস্যার মুখে ছাত্র সমাজ।

আর সেই সমস্যাকেই কিছুটা দমন করতে রাজ্য সরকারের ২০২৪ বাজেট অধিবেশনে। এবারের অধিবেশনে রাজ্যের অর্থ মন্ত্রী বড়ো ঘোষণা করেন কর্মশ্রী প্রকল্পের। উক্ত প্রকল্পে আবেদনকারীরা পাবেন ৫০ দিনের কাজ। এতে বেকারত্বের হার কমবে ও রাজ্যের সার্বিক উন্নতিও ঘটবে। তবে শুধুমাত্র জব কার্ড আছে এমন ব্যক্তিরাই পারবেন আবেদন করতে।

আবেদনের জন্য দেওয়া হবে একটি অফিশিয়াল ওয়েবসাইট যেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। উপযুক্ত নথি সহ সহজেই কর্মশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। এক্ষেত্রে কিছু যোগ্যতার মাপকাঠি রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

  • ‌আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে,
  • ‌জব কার্ডের বই থাকা অবশ্যই দরকার।
  • ‌আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  • ‌তাকে অবশ্যই বেকার হতে হবে।

এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের কর্মংস্থান হবে এবং উপার্জনের পথ খুলবে বলেই আশাবাদী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৫০ দিন নিশ্চিত কর্মযোগ হলে সাধারণ বেকার মানুষদের জীবনধারণ সহজ হয়ে উঠবে। তবে চলতি বছরের ৮ই ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে প্রকল্পটির উন্মোচন হলেও তাঁর অফিশিয়াল ওয়েবসাইট এখনও প্রকাশ পায়নি। তবে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প আদতে কতটা বেকার সমাজের যোগ্য কর্মসংস্থান দিতে পারবে তা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। সামাজিক মাধ্যমে বিদ্রুপের সুর উঠছে। কার্যকরী হওয়ার পর কর্মশ্রী কতটা সফল হয় সেটাই এখন দেখার।

Scroll to Top