এবার চিন্তার শেষ, জীবন বীমা মাঝ পথে থামিয়ে দিলেও মিলবে আরও বেশি অর্থ, সামনে এলো SSV – How TO Make Money

এবার চিন্তার শেষ, জীবন বীমা মাঝ পথে থামিয়ে দিলেও মিলবে আরও বেশি অর্থ, সামনে এলো SSV

আজকাল প্রতিটি মানুষই ভবিষ্যৎ চিন্তায় থাকেন। নিজের এবং আপন জনদের ভবিষ্যতের উপকারের জন্য করে রাখেন জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স। এই লাইফ ইন্স্যুরেন্স হলো একটি জীবন বীমা যেখানে কোনো ব্যক্তি নিজের নাম নথি ভুক্ত করিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নিজের জীবনের বীমা করতে পারেন। এক্ষেত্রে ওই ব্যক্তির দুর্ঘটনা বা মৃত্যু হলে একটি মোটা টাকা পাওয়া যাবে জীবন বীমার ওই জমানো অর্থের উপর । অর্থাৎ বীমা করার সময় চুক্তিপত্রে উল্লেখিত অর্থই পাবে ওই ব্যক্তি বা তার পরিবার। এই পদ্ধতিকে বলা হচ্ছে স্পেশাল সারেন্ডার ভ্যালু বা SSV।

বীমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI মাস খানেক আগে জীবন বীমার নিয়মগুলি পরিবর্তনের ঘোষণা করেছিলেন। নিয়ম গুলি পরিবর্তনে উদ্যোগ নেওয়া হলেও সেটা পছন্দ হয়নি বীমা সংস্থাগুলির। সদ্য প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার জীবন বীমা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয় এবং সেটি সেই বীমা সংস্থার কার্যালয়ে জানাতে পারলে তিনি তার বীমার জমা টাকার পরিমাণের চেয়ে বেশি টাকা ফেরত পাবেন SSV এর মাধ্যমে।

যদিও ব্যাংকের একজন আধিকারিকের মতে যদি এই নিয়ম কার্যকরী হয় তবে পলিসি হোল্ডাররা মাঝ পথে পলিসি বন্ধ করে দেওয়ায় বেশি টাকা ফেরত পাবেন এই ভেবে অনেকেই পলিসি মাঝপথে বন্ধ করে দিতে পারেন। আর যদি তাই হয় তবে অনেক টাকার ক্ষতি মুখে পড়বে সংস্থাগুলি। তবে গ্রাহকের সুবিধায় সমস্ত রকম চেষ্টা করবে সংস্থা গুলি। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ নিজেদের পলিসি মাঝ পথে বন্ধ করে দেন তাই এই SSV ওই সব মানুষের অনেক উপকারে আসবে বলেই ধারণা।

এবার চিন্তার শেষ, জীবন বীমা মাঝ পথে থামিয়ে দিলেও মিলবে আরও বেশি অর্থ, সামনে এলো SSV
এবার চিন্তার শেষ, জীবন বীমা মাঝ পথে থামিয়ে দিলেও মিলবে আরও বেশি অর্থ, সামনে এলো SSV

কোম্পানি গুলোর তরফে জানানো হয়েছে যদি এভাবে বীমা কারীকে বেশি অর্থ ফেরত দিতে হয় তবে কোম্পানি অনেক বড় ক্ষতির মুখে পড়তে পারে এবং এক্ষেত্রে প্রিমিয়ামের টাকা ফেরত দেওয়াও কঠিন হয়ে পড়বে সেখানে বেশি অর্থ ফেরত দিলে কার্যত বিপদে পড়বে সংস্থা গুলি। এক্ষেত্রে এজেন্টদের কাছ থেকে প্রিমিয়ামের শেয়ারের প্রাপ্ত টাকা ফেরত নেওয়াও অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। তাই এই নতুন SSV নিয়ম নিয়ে একপ্রকার জল ঘোলা চলছে।

Scroll to Top