এবার সৃষ্টি হবে নতুন নক্ষত্র, উদ্যোগ নিলো NASA – How TO Make Money

এবার সৃষ্টি হবে নতুন নক্ষত্র, উদ্যোগ নিলো NASA

পৃথিবীর বৃহত্তম মহাকাশ গবেষণা কেন্দ্র হলো NASA। পৃথিবী থেকে মহাকাশের গ্রহ নক্ষত্র উপগ্রহে যাত্রা থাকা ফেরা শুরু হয়েছে অনেক আগে থেকেই। এবার এই মুকুটেই জুড়তে চলেছে নতুন পালক। এবার তৈরি হবে কৃত্রিম নক্ষত্র। দেখতে অবিকল আসলের মতোই। আর উন্নত এবং নতুন বৈজ্ঞানিক গবেষণার সুবিধার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে নাসা। সদ্য নিজেদের এক্স হ্যান্ডেলে এই খবর ভাগ করে নিয়েছে নাসা।

জানা যাচ্ছে ২০২৯ সালের মধ্যেই পৃথিবীর থেকে কিছুটা দূরে কক্ষপথে তৈরি হবে এই কৃত্রিম নক্ষত্র। নক্ষত্রটি আকারে হবে একটি আয়তকার বাক্সের মতো। এই পুরো বিষয়টির নাম করণ করা হয়েছে ল্যান্ডল্ট নাসা স্পেস মিশন। পৃথিবী থেকে আসল এবং কৃত্রিম নক্ষত্র গুলির মধ্যে তফাৎ বোঝা যায় কিনা , ঠিক কতটা উজ্জ্বলতার পার্থক্য নজরে পড়বে পৃথিবীর বায়ুস্তরই বা কতটা আলো শোষণ করে এই বিষয়ে উন্নত গবেষণা করাই এর লক্ষ।

বিজ্ঞানী ল্যাণ্ডল্ট প্রথম বারের জন্য নক্ষত্রদের উজ্জ্বলতার বিচারে একটি তালিকা বানান যেহেতু এই মিশনটি নক্ষত্রদের উজ্জ্বলতা বিচার করার জন্যই স্থির করা হয়েছে সেই জন্যই তাঁর নামেই নামাঙ্কিত করা হয়েছে নাসার তরফে।

এবার সৃষ্টি হবে নতুন নক্ষত্র, উদ্যোগ নিলো NASA
এবার সৃষ্টি হবে নতুন নক্ষত্র, উদ্যোগ নিলো NASA

কৃত্রিম নক্ষত্রটিতে লাগানো থাকবে আটটি লেজার লাইট, যেটি কক্ষপথের তার নির্দিষ্ট স্থানে পৌঁছানো মাত্রই জ্বলে উঠবে ওই জেলার গুলি। এর পর ওই পরিমাণ আলোর কতটা বায়ুমণ্ডল শোষণ করে সেটিও এই মিশনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। নক্ষত্রটির নামকরণ করা হয়েছে ল্যান্ডল্ট। এটি প্রায় পৃথিবীর মত গতিতেই পৃথিবীর সাথে ঘুরবে যাতে প্রাথমিক ভাবে এটিকে স্থির মনে হয়। খুব শীঘ্রই বিজ্ঞানীরা ল্যান্ডল্ট মিশনের কাজ শুরু করতে চলেছেন বলের জানিয়েছে নাসা।

Scroll to Top