এবার পাঁচ বছরেই টাকা ডবল, LIC নিয়ে এলো নতুন চমক – How TO Make Money

এবার পাঁচ বছরেই টাকা ডবল, LIC নিয়ে এলো নতুন চমক

সে এক দেড় দশক আগের কথা যখন পাঁচ বছরেই বিনিয়োগ করা টাকা ডবল হতো। কৃষকদের জন্য চালু হওয়া যোজনা কৃষক বিকাশ পাত্রেও মিলতো একই সুবিধা। যদিও সেসব এখন সুদূর অতীতে। এখন টাকা ডবল হতে সময় লাগে নয় নয় করে তাও ১০ বছর। অর্থাৎ আগের তুলনায় টাকা ডবল হতে এখন ডবল সময়ও লাগে। তবে একেবারেই পাঁচ বছরের টাকা দ্বিগুণ হওয়ার সুযোগ এখনো মুছে যায়নি। রয়েছে LIC এর ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান।

এটি হলো একক প্রিমিয়ামের , ইউলিপ , নন পার্টিসিপেন্ট জীবন বীমা প্ল্যান। যার মাধ্যমে একবার প্রিমিয়াম জমা দেওয়ার মাধ্যমে জীবন বিমার কভারেজ পাওয়া যায়। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই এই প্ল্যান এখনো কেনা যায়।

পলিসিতে থাকছে কিছু ঝুঁকির সংশয়ও। যদি গ্রাহক ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন তবে পনেরো শতাংশ NAV এর মাধ্যমে পাঁচ বছরেই মিলবে দুই গুণ টাকা। আর যদি গ্রাহক ঝুঁকি নিতে না চান তবে সেক্ষেত্রে রিটার্নের পরিমাণ ও কমে আসবে। তবে এই প্ল্যানটিতে গ্রাহক কে এক বারেই একটি প্রিমিয়ামের মাধ্যমেই সব টাকা বিনিয়োগ করতে হবে।

এই স্কিমে দুর্ঘটনা এবং জীবন বীমা কভারেজ মিলবে। বিনিয়োগ করা অর্থের উপর নির্ভর করবে ওই ব্যক্তি কত টাকা দুর্ঘটনার জন্য কভারেজ পাবেন। পলিসি চলা কালীন ওই ব্যক্তি মারা গেলে রিস্ক শুরুর আগে হলে জমা করা টাকা এবং রিস্ক শুরুর পর হলে জমা করা টাকা সহ ফান্ডের টাকাও পাবেন। আর যদি ওই ব্যক্তি রিস্ক শেষ হওয়ার পর মারা যান তবে সেক্ষেত্রে বড় রিটার্নের দেওয়ার কথা LIC এর তরফে।

এবার পাঁচ বছরেই টাকা ডবল, LIC নিয়ে এলো নতুন চমক
এবার পাঁচ বছরেই টাকা ডবল, LIC নিয়ে এলো নতুন চমক

ফান্ড সরেন্ডারের উপায়ও থাকছে গ্রাহকদের কাছে। কোনো গ্রাহক ফান্ড সারেন্ডার করলে জমাকৃত অর্থসহ ডিসকাউন্ট সুদের হারে অর্থ ফেরত দেওয়া হবে।

Scroll to Top