মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য সেরা ৩০টি স্কলারশিপ

ভারত সরকার ও রাজ্য সরকারের আওতায় এখন তরুণ সমাজকে শিক্ষিত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বাড়িয়ে দেওয়া হচ্ছে সাহায্যের হাত। যাতে সব শ্রেণীর ছাত্র ছাত্রীরা শিক্ষার আলোয় আলোকিত হতে পারে সে জন্যই একাধিক স্কলারশিপের বন্দোবস্ত করে রাখা হয়েছে। ইতিমধ্যেই কোটি কোটি ছাত্রছাত্রী সাহায্য পেয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে। স্কুল শিক্ষা দপ্তরের দ্বারা প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ছেলে মেয়েদের ৩০টি সেরা স্কলারশিপ স্কিম গুলির নাম:

  • ‌নবান্ন স্কলারশিপ
  • ‌স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
  • ‌ST, SC ও OBC জাতি ভিত্তিক স্কলারশিপ
  • ‌মেরিটকাম মেন্স স্কলারশিপ
  • ‌ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল
  • ‌স্বামী দয়ানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ
  • ‌লরিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ
  • ‌কন্যাশ্রী প্রকল্প
  • ‌পারম্পরিক স্কলারশিপ
  • ‌GP বিড়লা স্কলারশিপ
  • ‌অনন্ত মেরিট স্কলারশিপ
  • ‌প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ
  • ‌জগদীশচন্দ্র বোস স্কলারশিপ
  • ‌আলো স্কলারশিপ
  • ‌সীতারাম জিন্দাল স্কলারশিপ
  • ‌গুগল স্কলারশিপ
  • ‌গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ
  • ‌এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ
  • ‌KC মাহিন্দ্রা স্কলারশিপ
  • ‌FAEA স্কলারশিপ
  • ‌কাইন্ড সার্কেল স্কলারশিপ
  • ‌HDFC ব্যাংকের ECSS স্কলারশিপ
  • ‌শাহু জৈন ট্রাস্ট স্কলারশিপ
  • ‌ইন্ডিয়ান ওয়েল স্পোর্টস স্কলারশিপ
  • ‌ফেয়ার এন্ড লাভলি স্কলারশিপ
  • ‌মওলানা আযাদ ন্যাশনাল স্কলারশিপ
  • ‌এই সময় আত্মদ্বীপ ইয়ং স্কলারশিপ
  • ‌বিদ্যসাথি MPCL স্কলারশিপ
  • ‌ইন্দুসল্যান্ড ব্যাংক স্কলারশিপ
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য সেরা ৩০টি স্কলারশিপ
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য সেরা ৩০টি স্কলারশিপ

উক্ত উল্লেখিত স্কলারশিপ গুলির মাধ্যমে সমস্ত শ্রেণী , জাতি ও ধর্মের তরুণ তরুণীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হতে পারবে।